৭ ফেব্রুয়ারী জাপানের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , জাপানের বৃহত্তম বিরোধী দল-গণতান্ত্রিক পার্টির প্রধান ওজায়া ইছিরো ৬ ফেব্রুয়ারী বলেছেন , ইরাক যুদ্ধ একটি নির্বোধ যুদ্ধ । জাপান সরকারকে ইরাক যুদ্ধ চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে সমর্থন করতে হবে না ।
ইরাক যুদ্ধ চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে সমর্থন করার ব্যাপারে জাপানের সরকার যে বিশ্বাসযোগ্য যুক্তি অন্বেষণ করে নি , এ দিন জাপানের প্রেস ক্লাবে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে ওজায়া ইছিরো তারও সমালোচনা করেছেন ।
সম্প্রতি জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিউমা ফুমিও এবং পররাষ্ট্রমন্ত্রী আসো তারো যুক্তরাষ্ট্রের ইরাক বিষয়ক নীতি সমালোচনা করার পর জাপানের প্রধান রাজনীতিক আবারও অনুরূপ বক্তব্য প্রকাশ করেছেন । কিউমা ফুমিও ২৪ জানুয়ারী বলেছেন , ইরাকের বিরুদ্ধে বুশ যুদ্ধ চালানোর যে সিদ্ধান্ত নিয়েছে , তা ভুল হয়েছে । আসো তারো ৩রা ফেব্রুয়ারী বলেছেন , ইরাকের ওপর মার্কিন বাহিনীর জবরদখল অত্যন্ত নির্বুদ্ধির কাজ । এতে ইরাকের নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে ।
|