সুদানের প্রেসিডন্ট ওমার হাসান আহমেদ আল-বাশির ৬ ফেব্রুয়ারী খার্তুমে বলেছেন, সুদান রাজনীতি, অর্থনীতি, বাণিজ্যসহ নানা ক্ষেত্রে চীনের সহযোগিতামূলক সম্পর্ক জোরদার করার অবস্থানের উচ্চ প্রশংসা করে এবং আন্তর্জাতিক মঞ্চে চীন সুদানকে সমর্থন করার জন্য কৃতজ্ঞতা জানায়।
এ দিন বিভিন্ন দেশের শ্রমিক ইউনিয়ন ও সুদানের গণ সংহতি সম্মেলনে উদ্বোধনী ভাষণে বাশির বলেছেন, চীন সুদানের দারফুর অঞ্চলের জনগণকে মানবিক সহায়তা এবং সংঘর্ষে জড়িত বিভিন্ন পক্ষের উদ্দেশ্যে সংলাপ ও শান্তিপূর্ণ উপায়ের মাধ্যমে দারফুর সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করেছে। তিনি সবেমাত্র সুদান সফরকারী চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের উচ্চ প্রশংসা করেছেন ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।
২ থেকে ৩ ফেব্রুয়ারী প্রেসিডেন্ট হু চিন থাও সুদানে রাষ্ট্রীয় সফর করেন। তিনি বাশিরের সঙ্গে দু'দেশের সম্পর্ক ও অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট সমস্যা নিয়ে বৈঠক করেছেন।
|