শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশা ৭ ফেব্রুয়ারী শ্রীলংকা ও চীন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে দ্বিপক্ষীয় সম্পর্কের উচ্চ মূল্যায়ন করেছেন। তিনি মনে করেন, গত ৫০ বছর দু'দেশের মধ্যে পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা খুব কার্যকর হয়েছে
তিনি বলেছেন, গত ৫০ বছরে শ্রীলংকা জোটনিরপেক্ষ ও শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তিতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে। ৫০ বছর ধরে দু'দেশ পারস্পরিক সমর্থনে উচ্চ মানের আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্ক গড়ে তুলেছে। তিনি বলেছেন, শ্রীলংকা একচীন নীতি দৃঢ়ভাবে অনুসরণ করতে থাকবে।
শ্রীলংকার প্রধানমন্ত্রী রাটনাসিরি বিক্রামানায়াক , পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোলাগামাও এদিন শ্রীলংকা ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন।
|