৮ ফেব্রুয়ারী পেইচিং অনুষ্ঠিতব্য পঞ্চম দফার কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সংক্রান্ত ছ' পক্ষীয় বৈঠকের তৃতীয় পর্যায়ের অধিবেশনের রাশিয়া, যুক্তরাষ্ট্র , জাপান এবং দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল ৭ ফেব্রুয়ারী পেইচিংয়ে পৌঁছেছে।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার লোসিউকভের নেতৃত্বাধীন রুশ প্রতিনিধি দল ৭ ফেব্রুয়ারী সকালে পেইচিংয়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিলের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দল, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইয়া তা ব্যুরোর প্রধান কেনিছিরি সাসায়ের নেতৃত্বাধীন জাপানের প্রতিনিধি দল এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপপ্রধান ছুন ইয়াং ইও-এর নেতৃত্বাধীন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল ৭ ফেব্রুয়ারী বিকালে পেইচিংয়ে পৌঁছেছে।
হিল বলেছেন, এবারের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালভাবে জানে যে, কি ধরণের লক্ষ বাস্তবায়ন করবে এবং আশা করে বৈঠককে সাফল্য অর্জিত হবে। ছুন ইয়ং উও বলেছেন, এবারের সম্মেলন হচ্ছে কোরিয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্রমুক্তকরণের প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ। আলেক্সান্ডার লোসিউকভ এদিন মস্কো ত্যাগের আগে বলেছেন, ছ' পক্ষীয় বৈঠক সাফল্য অর্জন করতে পারবে কি না, তা যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার অভিমতের ওপর নির্ভর করে।
জানা গেছে, ছ' পক্ষীয় বৈঠকের চীনা প্রতিনিধি দলের প্রধান উ তা উয়েই ৭ ফেব্রুয়ারী পৃথক পৃথকভাবে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং জাপানের প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।
|