ইন্দোনেশিয়ার প্রতিমন্ত্রী ও জাতীয় উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারম্যান পাসকা সুজেত্তা ৬ ফেব্রুয়ারী বলেছেন, বন্যায় রাজধানী জাকার্তার কমপক্ষে ৪৫ কোটি মার্কিন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে।
সুজেত্তা বলেছেন, বন্যার ফলে বিদ্যুত, বেতার যোগাযোগ ও রেলগাড়ি লাইন , সড়ক, কার্যালয় ও কারখানা সব বন্ধ হয়ে যায়।
জাকার্তার উদ্ধার কেন্দ্রের কর্মকর্তা মোহাম্মদ সুলিস্টয়ো জানিয়েছেন, জাকার্তার ৪৪টি অঞ্চলের মধ্যে ৪০টিতে বন্যা হয়েছে। এখন পর্যন্ত বন্যায় ৪৪জন নিহত , প্রায় ৪০ হাজার জন রোগ আক্রান্ত হয়ে চিকিত্সা গ্রহণ করেছে।
|