চীনের কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে প্রকাশিত খবরে জানা গেছে, গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের এক জন কর্মকর্তা ৬ ফেব্রুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন, পেইচিংয়ের মামলা নিষ্পত্তির মান দ্রুত বেড়েছে। এটা সফল অলিম্পিক গেমস আয়োজনের জন্য এক নিরাপদ ও স্থিতিশীল সামাজিক নিরাপত্তা পরিবেশ সৃষ্টি করবে।
গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের ফৌজদারী মামলা তদন্ত ব্যুরোর উপ-পরিচালক ইয়ু সিন মিন বলেছেন, ২০০৬ সালে পেইচিংয়ের সামাজিক নিরাপত্তা অবস্থা খুব ভালো ছিল। প্রায় ৯০ শতাংশ হত্যা মামলা নিষ্পত্তি করা হয়। এটা হচ্ছে পেইচিংয়ের ইতিহাসে শ্রেষ্ঠ রেকর্ড। কিছু গুরুত্বপুর্ণ প্রভাবশালী মামলা সময়োচিতভাবে নিষ্পত্তি হয়েছে।
২০০৮ সালে পেইচিংয়ে অলিম্পিক গেমস আয়োজিত হবে। পেইচিংয়ের সামাজিক নিরাপত্তা সকলের দৃষ্টিতে পড়েছে। গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের মুখপাত্র উ হো পিং বলেছেন, পেইচিংয়ের পুলিশরা নানা উপায়ে ফৌজদারী অপরাধের ওপর আঘাত হানবেন, হত্যা মামলা নিষ্পত্তি করবেন, যথাসাধ্যভাবে অলিম্পিক গেমস চলাকালে নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ সুনিশ্চিত করবেন।
|