৬ ফেব্রুয়ারী চীনের বাণিজ্যমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ২০০৬ সালের শেষ নাগাদ চীন ও আসিয়ানের মধ্যে বাণিজ্যিক মূল্য ১৬০.৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে,যা পূর্ববর্তী বছরের তুলনায় ২৩ শতাংশেরও বেশি ।
তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও আসিয়ানের মধ্যে দ্বিপক্ষীয় আর্থ-বাণিজ্যিক ও পুঁজি বিনিয়োগ সহযোগিতা সার্বিকভাবে উন্নত হয়েছে । বর্তমানে আসিয়ান হচ্ছে চীনের পঞ্চম বাণিজ্যিক অংশীদার এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ।
তিনি আরো বলেছেন, বর্তমান উন্নয়নের গতি অনুযায়ী ২০০৭ সালে চীন ও আসিয়ানের বাণিজ্যিক মূল্য খুব সম্ভবত ১৮০ বিলিয়ন থেকে ১৯০ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়াবে । তিনি বলেছেন, সরকারী সহযোগিতা ছাড়া দু'পক্ষ বেসরকারী সহযোগিতাও ত্বরান্বিত করবে এবং পারস্পরিক পুঁজি বিনিয়োগ জোরদার করবে ।
|