চীনের দক্ষিণাঞ্চলের বিমান কোম্পানি সম্প্রতি চীনের দক্ষিনাঞ্চলের কুয়াং চৌ থেকে নেপালের কাঠমুন্ডুতে চলাচলকারী বিমান লাইন চালু করেছে।
বিমান লাইন সংক্রান্ত পরিকল্পনা অনুযায়ী, এ বিমান প্রত্যেক সপ্তাহের সোমবার ও শুক্রবার চলাচল করছে। এ বিমান লাইন চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুন মিং শহরের বাইরে গিয়ে বার্মা, ভারত এবং বাংলাদেশ থেকে অবেশেষে নেপালে পৌঁছে। এজন্য মোট ৩ হাজার ২০০ বর্গকিলোমিটার অতিক্রম হয় এবং প্রায় ৫ ঘন্টা সময় লাগে ।
জানা গেছে, চীনের দক্ষিণাঞ্চলের বিমান কোম্পানি আগামী মার্চ এবং সেপ্টেম্বর মাসে পৃথক পৃথকভাবে কুয়াং চৌ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং কুয়াং চৌ থেকে ভারতের দিল্লিতে দু'টি বিমান লাইন চালু করবে।
|