৬ ফেব্রুয়ারী চীনের সংস্কৃতিমন্ত্রী সুন চিয়া চেং পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের সংস্কৃতি ব্যুরোর নেতাদের সম্মেলনে বলেছেন, চলতি বছর চীন অব্যাহতভাবে বৈদেশিক সংস্কৃতির আদান-প্রদান জোরদার করবে ।
তিনি বলেছেন, ২০০৬ সালে বিদেশের সঙ্গে চীনের সাংস্কৃতিক আদান-প্রদান জোদার করা হয়েছে । অস্ট্রেলিয়ায় চীনের সাংস্কৃতিক প্রদর্শনী, আরব শিল্পকলা উত্সব, শাংহাই আন্তর্জাতিক শিল্পকলা উত্সব, উহান আন্তর্জাতিক এক্রোব্যাটিকসউত্সবসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয় । চীন ও ফ্রান্সের মধ্যে পারস্পরিক সংস্কৃতি বর্ষ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করার পর, চীন ও রাশিয়ার মধ্যে রাষ্ট্রীয় বর্ষের অনুষ্ঠান আয়োজন এবং ফ্রান্স, জার্মানী, মারশালেস্থ চীনের সংস্কৃতি কেন্দ্রের কার্যক্রম সুষ্ঠুভাবে চলেছে ।
তিনি আরো বলেছেন, ২০০৭ সালে চীন অব্যাহতভাবে শাংহাই সহযোগিতামূলক সংস্থার কাঠামোয় সংস্কৃতিমন্ত্রীদের বৈঠক ও শিল্পকলা উত্সবসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবে । চীন ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী এবং চীন-দক্ষিণ কোরিয়া, চীন-ইস্রাইল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী উপলক্ষে নানা ধরনের কার্যক্রম আয়োজন করা হবে ।
|