জাতিসংঘের মহাসচিব বান কি মুন ৬ ফেব্রুয়ারী বলেছেন, সম্প্রতি তিনি সুদান সমস্যার বিশেষ দূত জান এলিয়াসোন এবং আফ্রিকান ইউনিয়নের সুদান সমস্যার বিশেষ দূত আহমেদ সালিমকে সুদানে পাঠাবেন। যাতে দারফুরের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা যায়।
বান কি মুন এদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রূদ্ধ দ্বার সম্মেলনে অংশ নেন। সম্মেলনে তিনি অংশগ্রহণকারী আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলনের অবস্থা এবং সম্মেলনকালে তিনি সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশিরের সঙ্গে বৈঠকের অবস্থা অবহিত করেছেন। বান কি মুন বাশিরের সঙ্গে বৈঠকের পর ১১ ও ১৭ ফেব্রুয়ারী এলিয়াসোন ও সালিমকে সুদানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বান কি মুন আশা করেন যে, জাতিসংঘে সম্প্রতি উপস্থাপিত সংশ্লিষ্ট জাতিসংঘ-আফ্রিকান ইউনিয়ানের যৌথ শান্তি রক্ষী বাহিনীর দ্বিতীয় দফার প্রস্তাবে সুদান যথাযথ জবাব দেবে।
|