v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-07 16:26:02    
চীনের সবচেয়ে বড় জেলখানাটির নাম কি?

cri
    বাংলাদেশের গোপালগন্জ জেলার শ্রোতা মো: জুয়েল আহম্মেদ মল্লিক তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের সবচেয়ে বড় জেলখানাটির নাম কি? চীনের বৃহত্তম মিডিয়া কোম্পানীর নাম কি? প্রিয় বন্ধু এখন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলে এ প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। কেননা, এ সম্পর্কে কোন প্রকাশিতসরকারী তথ্য পাওয়া যায় না। আমার জানা মতে , চীনের বিভিন্ন জায়গায় জেলখানা আছে। সারা দেশে কত জেলখানা আছে তার সংখ্যা সঠিকভাবে বলা খুব কঠিন । তবে আপনার এ প্রশ্নের উত্তর দেয়ার জন্য আমি ইন্টারনেটে জেলখানা সম্পর্কে তথ্য খুঁজেছি । ইন্টারনেটার তথ্য অনুযায়ী, চীনের ছিনহাই প্রদেশের সিনিন জেলখানা এবং সেনছেন জেলাখানা চীন দেশের সবচেয়ে বড় দু'টোজেলখানা বলে মনে করা হয়। অতীতে ছিনহাই প্রদেশের সিনিন জেলখানা একটি কারখানা ছিল। দু'বছর আগে চীন সরকার এ জেলখানার নির্মানে ২০কোটি রেনমিন পি বরাদ্দ করে। এ জেলখানার নির্মান কাজ শেষ হয়েছে। এ জেলখানায় এক সঙ্গে ৪৫০০ জন বন্দী আটক রাখা যায়। সেনছেন জেলখানায় তিন হাজারের মতো বন্দী রাখা যায়। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, শিনহুয়া বার্তাসংস্থা হল চীনের জাতীয় বার্তাসংস্থা। চীনের সঙ্গে যে সব দেশের কূটনৈতিক সম্পর্ক আছে সে সব দেশে শিনওয়া বার্তাসংস্থার সংবাদ কেন্দ্র রয়েছে। তা ছাড়া, পিপলস ডেইলি পত্রিকা , চাইনা ডেইলি পত্রিকা, চীনের কেন্দ্রীয় টেলিভিশন স্টেশন , চীনের কেন্দ্রীয় গণ বেতার ও চীন আন্তর্জাতিক বেতার চীনের গুরুত্বপূর্ণ তথ্যমাধ্যম। উল্লেখিত পত্রিকা, টিভি স্টেশন ও বেতার হল চীনের রাষ্ট্রয়াত্ত তথ্যমাধ্যম। চীনের প্রত্যেক প্রদেশ. স্বায়ত্তশাসিত অঞ্চল এবং শহরগুলোতে নিজ নিজ তথ্যসংস্থা আছে।

    কিশোরগন্জ জেলার শ্রোতা মিজানুর রহমান কাউসার তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীনের সবচেয়ে বড় উত্সব বসন্ত উত্সবে চীনের লোকেরা কি করেন? উত্তরে বলছি, বসন্ত উত্সব চীনের ঐতিহ্যবাহী উত্সব। বসন্ত উত্সব উদযাপন কালে তিন দিন সরকারী ছুটি দেয়া হয়। চীনের রীতিনীতি অনুযায়ী বসন্ত উত্সব পরি্বার মিলনের উত্সব। সুতরাং এ উত্সব উপলক্ষ্যেচীনের বিভিন্ন জায়গায় কর্মরত লোকজন সাধারণত নিজ নিজ বাসায় ফিরে যান। পরিবারের সকলেই এক সঙ্গে এ উত্সব উদযাপন করেন। বসন্ত উত্সবে সারা চীন দেশ আনন্দে মেতে উঠে। দেশের সর্বত্রই নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময়ে প্রত্যেক দিন টিভিতে সুন্দর সুন্দর অনুষ্ঠান সম্প্রচারিত হয়।তাই লোকেরা হয় ঘরে বসে বসে টিভিতে সম্প্রচারিত ভাল ভাল অনুষ্ঠান দেখেন, নয় আত্মীয়স্বজনবা বন্ধুবাদ্ধবদের বাসায় নব বর্ষের শুভেচ্ছা জানাতে যান। বাংলাদেশে ঈদের দিনে যখন লোকদের মুখোমুখি দেখা হয় তখন পরস্পরকে ঈদ মোবারক বলা হয়, ঠিক তেমনি চীনের বসন্ত উত্সবে লোকেরা পরস্পরকে নব বর্ষ শুভেচ্ছা জানায় । চীনের রীতিনীতি অনুযায়ী , বসন্ত উত্সবে সাধারণত পরিবারের প্রবীনদেরনবীনদেরকে কিছু অঙ্কের টাকা দিতে হবে। চীনের রীতিনীতি অনুযায়ী, এই টাকা পেয়ে মানুষ সারা বছরে শান্তি ও সুস্থ্য থাকতে পারবে।