তুমি ছিলেনা যে জীবনে, সে জীবন ছিল অন্ধকার
প্রদীপ জ্বালিয়ে তুমি সে জীবন দিলে পুনর্বার।
তুমি যে আমার আশার আল, তাই যত পার প্রদীপ জ্বাল
উজ্জ্বল আলোয় তোমার বাকী জীবনটা সুখী হবে আমার
হাজার ব্যথার মাঝে তুমি একটু সুখের নীড়,
তাইতো তোমার জন্য আমি থাকি অধির
হাজার হাজার মুখের মাঝে তুমি একটি সোনার মুখ।
তাইতো তোমায় দেখে কেটে যায় দুখ।
তোমায় যদি জানতে পারি আরো সঠিকভাবে।
জানি, জীবন আমার তবে ধণ্য হয়ে যাবে।
---বাংলাদেশের বগুড়া জেলার ডঙর গ্রামের আশালতা বেতার শ্রোতা সংঘের বিষ্ণুপদ চক্রবত্তী।
|