দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকির আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও স্থানীয় সময় ৬ ফেব্রুয়ারী প্রিটোরিয়া পৌঁছে দক্ষিণ আফ্রিকায় রাষ্ট্রীয় সফর শুরু করেছেন ।
বিমান বন্দরে প্রকাশিত হু চিন থাও'র এক লিখিত বক্তৃতায় বলা হয়েছে , দু'দেশের সম্পর্ক সুসংবদ্ধ ও বিকশিত করা যেমন দু'দেশের জনগণের জন্য উপকার বয়ে আনবে , তেমনি তা উন্নয়নশীল দেশগুলোর সংহতি এবং বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য অনুকূল হবে । তিনি এই মত প্রকাশ করেছেন যে , এবারের দক্ষিণ আফ্রিকা সফরের উদ্দেশ্য হল সহযোগিতা গভীরে নিয়ে যাওয়া এবং দু'দেশের সম্পর্ক আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া । তিনি বিশ্বাস করেন যে , এবারের সফর অবশ্যই দু'দেশের কৌশলগত অংশিদারিত্বের সম্পর্ক আরো বাড়াতে সহায়তা করবে ।
সফরকালে প্রেসিডেন্ট হু চিন থাও এবং প্রেসিডেন্ট এমবেকি দ্বিপক্ষীয় সম্পর্ক আর অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে গভীরভাবে মত বিনিময় করবেন ।
|