চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়্যু ৬ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন , জাতিসংঘের আবহাওয়া পরিবর্তনের কাঠামো চুক্তি ও কিওটো প্রটোকল হল আবহাওয়ার পরিবর্তন মোকাবেলার দিক থেকে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর আইনী দলিলপত্র । বিভিন্ন দেশকে এই কাঠামোতে সহযোগিতা আরো গভীরে নিয়ে যেতে হবে এবং চুক্তি ও প্রটোকলের কার্যকরীকরণ ত্বরান্বিত করতে হবে ।
এ দিন এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেছেন । তিনি বলেছেন , বর্তমানে আবহাওয়া পরিবর্তন সংক্রান্ত আলোচনার চাবিকাঠি হল উন্নত দেশগুলো জাতিসংঘের আবহাওয়া পরিবর্তনের কাঠামো চুক্তি এবং কিওটো প্রটোকলের নিয়মবিধি অনুযায়ী সর্বপ্রথমে গ্রীন হাউসের বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর দায়িত্ব পালন করা এবং এই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেয়া ।
তিনি আরো বলেছেন , জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর লক্ষ্য বাস্তবায়নের জন্য চীন অব্যাহতভাবে বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক ।
|