চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ৬ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন, চীন আলাপ-আলোচনার মাধ্যমে পূর্ব সাগরে চীন ও জাপানের সীমারেখা সমস্যা সমাধানের পক্ষপাতি।
একই দিন অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে চিয়াং ইয়ু বলেছেন, চুন সিয়াও তেল-গ্যাস ক্ষেত্র আনুষ্ঠানিকভাবে উত্পাদন শুরু হয়েছে এবং নিনপোসহ নানা শহরের জন্য তেল ও গ্যাস সরবরাহ করার খবর বের হয়েছে, যা সত্য নয়। তিনি জোর দিয়ে বলেছেন, চীনের সংশ্লিষ্ট তেল ও গ্যাস উত্পাদন কাজকর্ম সবই চীনের নিকটবর্তী সাগরে চালানো বৈধ তত্পরতা। চীন ও জাপানের মধ্যে পূর্ব সাগরের সীমারেখা নিয়ে মতভেদ রয়েছে। চীন সর্বদাই আলাপ-আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট সমস্যা সমাধান সমর্থন করে।
|