চীন ৫০টি মেধাস্বত্ব অভিযোগ কেন্দ্রের নির্মাণ জোরদার করবে, নবায়ন শিল্পের উন্নয়ন রক্ষা করবে।
চীনের জাতীয় মেধাস্বত্ব সংরক্ষণ কাজ গ্রুপ কার্যালয়ের মহাসচিব সিয়াং সিন ৬ ফেব্রুয়ারী চেনচিয়াং প্রদেশের নিংপোতে বলেছেন, গত বছরের প্রথম দিকে এই ৫০টি কেন্দ্র পরপর প্রতিষ্ঠার পর গত বছরের শেষ দিক পর্যন্ত মোট ১২৮৮টি অভিযোগ পেয়েছে। গণ নিরাপত্তা, শিল্প ও বাণিজ্যসহ সংশ্লিষ্ট আইন কার্যকরী বিভাগ কেন্দ্রগুলো থেকে পাওয়া তথ্য দিয়ে অনেক বড় মামলা নিষ্পত্তি করেছে। ভবিষ্যতে, কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ মেলা, হাইটেক প্রযুক্তিগত এলাকা, অর্থনৈতিক ও প্রযুক্তি উন্নয়ন এলাকার পরিসেবা উপাদান আরো সম্প্রসারণ করে নবায়ন শিল্পের উন্নয়ন রক্ষা করবে।
চীনের বিভিন্ন অঞ্চলে মেধাস্বত্ব অভিযোগ কেন্দ্র স্থাপনের উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী মেধাস্বত্ব সংরক্ষণের তথ্যায়ন কাজকর্মের ফ্লাটফর্ম গড়ে তোলা এবং মেধাস্বত্ব সংরক্ষণ ক্ষেত্রেযোগদানের মাত্রা বাড়ানো।
|