চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ৬ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী ও জাপানের পররাষ্ট্রমন্ত্রী আসো টারোর আমন্ত্রণে চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও সিং ১১ ও ১৭ ফেব্রুয়ারী এ দু'দেশ আনুষ্ঠানিকভাবে সফর করবেন। ভারত সফরকালে, লি চাও সিং ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভের সঙ্গে সাক্ষাত্ করবেন।
চিয়াং ইয়ু বলেছেন, ১১ থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত লি চাও সিং ভারতে আনুষ্ঠানিক সফর করবেন। সফরকালে লি চাও সিং প্রণব মুখার্জীর সঙ্গে বৈঠক করবেন এবং ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষাত্ করবেন। দু'নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন।
চিয়াং ইয়ু বলেছেন, ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারী পর্যন্ত লি চাও সিং জাপান আনুষ্ঠানিক সফর করবেন। সফরকালে তিনি আসো টারোরসঙ্গে বৈঠক করবেন। অন্যান্য তত্পরতা দু'পক্ষের পরামর্শের পর ঘোষণা করবে।
তিনি আরো বলেছেন, তিনটি দেশের পররাষ্ট্রমন্ত্রী অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করবেন এবং অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে মত বিনিময় করবেন।
|