বিশ্ব ব্যাংক ৬ ফেব্রুয়ারী বলেছে, ভবিষ্যতে নানা উপায়ে দুর্নীতি ও প্রতারণার দমন জোরদার করা হবে।
এক রিপোর্টে বলা হয়েছে, দুর্নীতি হলো " সহস্রাব্দীর উন্নয়ন লক্ষমাত্রা " বাস্তবায়নের সর্বোচ্চ বাধাগুলোর অন্যতম। গত দু'বছরে বিশ্ব ব্যাংকের অধীনস্থ সংস্থার সংশ্লিষ্ট বিভাগ মোট ৪৪১টি দুর্নীতি ও প্রতারণা সংক্রান্ত মামলা তদন্ত করেছে। এর মাধ্যমে মোট ৫৮টি কোম্পানি ও ৫৪জন ব্যক্তিকে শাস্তি দেয়া হয়েছে। যাতে করে বিশ্ব ব্যাংকের সংশ্লিষ্ট খাতে অংশ নেয়া নিষিদ্ধ করা যায়।
জানা গেছে, বিশ্ব ব্যাংক দুর্নীতি ও প্রতারণার দমন আরও জোরদার করবে।এর অন্তর্ভূক্ত রয়েছে যে, আন্তর্জাতিক সহযোগিতা ও তত্ত্বাবধান জোরদার করা, কর্মীদের দুর্নীতি উদঘাটনে উত্সাহ দেয়া, দুর্নীতির বিরুদ্ধে বাধার শাস্তিমূলক ব্যবস্থা নেয়া।
|