ক্যানাডার প্রতিনিধি পরিষদ ৫ ফেব্রুয়ারী স্বপক্ষে ১৬১ ও বিপক্ষে ১১৫ ভোটের মাধ্যমে লিবারেল পার্টির নেতা স্টিফেন ডিওন উত্থাপিত কিয়োটো প্রটোকলবিল গ্রহণ করেছে।
বিলে সরকারকে "কিয়োটো প্রটোকল"-এর নীতি ও উদ্দেশ্য অনুসরণের দাবি জানানোর পাশাপাশি সরকারের প্রতি গ্রীনহাউস সংক্রান্ত কার্যকর পরিকল্পনা প্রণয়ন করতে তাগিদ দেয়া হয়েছে। জানা গেছে, বিরোধী দল---লিবারেল পার্টিকে কয়েক সপ্তাহে এক বাধ্যতামূলক বিল উত্থাপন করতে হবে।
এদিন সন্ধ্যায় ভোটদানে প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার যোগ দেন নি।
|