v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International Sunday Apr 6th   2025 
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-06 16:37:22    
হু চিন থাও-এর সঙ্গে ফোহামবার বৈঠক

cri

    নামিবিয়া সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ৫ ফেব্রুয়ারী রাজধানী ওয়াইন্ডহোকে নামিবিয়ার প্রেসিডেন্ট হিফিকেফুনয়ে ফোহামবার সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ একমত হয়েছে যে, দু'দেশ বিভিন্ন ক্ষেত্রের মতৈক্য বাস্তবায়ন এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক আরো নতুন পর্যায়ে উন্নত করার জন্যে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।

    বৈঠককালে হু চিন থাও বলেছেন, দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৭ বছরে , দু'পক্ষের উচ্চ পর্যায়ের আদানপ্রদান ঘনিষ্ঠ বলে অর্থ-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকরভাবে সহযোগিতা বিনিময় হয়েছে। চীন ও নামিবিয়া হচ্ছে পারস্পরিক আস্থাবান বন্ধু এবং অংশীদার। তিনি আরো বলেছেন, চীন সরকার চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে উপস্থাপিত আফ্রিকা-চীন সহযোগিতা জোরদার করেছে এবং আফ্রিকার দেশগুলোর উন্নয়নের আটটি নীতির সমর্থন করেছে। যাতে চীন ও নামিবিয়া এবং চীন ও আফ্রিকার সম্পর্ক উন্নয়ন আরও ত্বরান্বিত করা যায়।

তিনি চীন ও নামিবিয়ার সম্পর্ক উন্নয়নের ওপর মোট চারটি প্রস্তাব দাখিল করেছেন । যা হচ্ছে : দু'দেশের রাজনৈতিক আদানপ্রদান জোরদার করা, রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস দ্রুততর করা, আর্থ-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা, পারস্পরিক উপকারিতামূলক এবং উভয়ের কল্যান বাস্তবায়ন করা।

    ফোহামবার বলেছেন, নামিবিয়া দু'দেশের মৈত্রীকে গুরুত্ব দেয় এবং দু'পক্ষের বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা সম্প্রসারণ করার জন্যে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। তিনি আরো বলেছেন, হু চিন থাও-এর এবারের সফর থেকে বুঝা যায় যে, চীনও দু'দেশের মৈত্রীকে গুরুত্ব দেয় এবং পেইচিং শীর্ষ সম্মেলনে তার প্রতিশ্রুতি বিষয়টি পালন করছে।

    বৈঠকের পর, হু চিন থাও এবং ফোহামবা মিলিতভাবে দু'দেশের অর্থনৈতিক প্রযুক্তি, জনশক্তিসম্পদ , প্রশিক্ষণ, শিক্ষা এবং পর্যটনসহ পাঁচটি সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China