v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-06 16:31:18    
আপনাদের অনুষ্ঠান শুনতে খুব ভাল লাগে

cri
    বাংলাদেশের কিশোরগন্জ জেলার শ্রোতা মোহাম্মদ ফিরোজ আলম তার চিঠিতে লিখেছেন, আমি বিদ্যালয়ের একজন ছাত্র। দশম শ্রেণীতে পড়ি। আমি সি আর আইএর একজন নিয়মিত শ্রোতা । আমার চাশেপাশের বন্ধুদের মধ্যে আমার মতো সবাই আপনাদের বাংলা অনুষ্ঠান শোনেন। মাঝে মাঝে আমরা এক সঙ্গে রুমে বসে সি আর আইএর বাংলা অনুষ্ঠান শুনি। আপনাদের অনুষ্ঠান শুনতে খুব ভাল লাগে। আপনাদের সকল অনুষ্ঠান আমাদের ভাল লাগে। কিন্তু মুখোমুখি, মিতালী, চলুন না বেরিয়ে আসি অনুষ্ঠান আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান।ভবিষ্যতে সি আর আইএর বাংলা অনুষ্ঠান আরও উন্নত হবে বলে আমি আশা করি। বন্ধু, আপনার চিঠি পড়ে বুঝা যায় যে আপনি আমাদের বাংলা অনুষ্ঠানের একজন পুরানো বন্ধু । পড়াশুনার পাশাপাশি আমাদের অনুষ্ঠান শুনে থাকেন। আপনি এত মন দিয়ে আমাদের অনুষ্ঠান শোনার জন্যে আপনাকে ধন্যবাদ। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাবো।

    কুষ্টিয়া জেলার শ্রোতা মো: সাফিকুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি নিয়মিত সি আর আইএর বাংলা অনুষ্ঠান শুনে থাকি। দীর্ঘকাল ধরে আপনাদের অনুষ্ঠান শুনে এসেছি। আপনাদের প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে আমি চীন সম্পর্কে অনেক কিছু জেনেছি। প্রত্যেক সপ্তার বিজ্ঞান বিচিত্রা আমার খুব ভাল লাগে। তা ছাড়া, প্রত্যেক শনিবারের মিতালি আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। আমি কোন দিন এ অনুষ্ঠান শোনা মিস করি না। অবশেষে একটি অনুরোধ। এখন আমার হাতে অনুষ্ঠানের সময়সূচী নেই । দয়া করে আমাকে এক কপি অনুষ্ঠানসুচী পাঠাবেন, তাহলে খুশী হব। প্রিয় বন্ধু, আপনি তো আমাদের একজন নিয়মিত শ্রোতা। আপনি আমাদের বাংলা অনুষ্ঠানের উপর মনোযোগদিয়েছেন বলে ধন্যবাদ। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হবে যে, গত সপ্তায় আমরা শ্রোতাদের কাছে অনুষ্ঠানের সময়সূচী পাঠিয়েছি। বোধহয় আগামী সপ্তার মধ্যে আপনি আমাদের অনুষ্ঠানের সময়সূচী পেয়ে যাবেন। তা ছাড়া সবর্শেষ সংখ্যা ' আমি তুমি সে ' পত্রিকাও আপনাদের কাছে পাঠিয়েছি। আশা করি আগের মতো ভবিষ্যতেও আপনাদের প্রিয়বাংলা অনুষ্ঠান নিয়মিতভাবে শুনবেন। চীন এবং সি আর আই সম্র্পকে কোন প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের বাংলা অনুষ্ঠান সর্ম্পকে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। তা ছাড়া, আমাদের এই মিতালি অনুষ্ঠান সম্পর্কে যদি কোন পরামর্শ থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন। কেননা, শ্রোতা বন্ধুদের সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি অসম্ভব। আমরা জানি, আপনাদের চাহিদা ও অনুরোধ অনুযায়ী আমাদের অনুষ্ঠান হয়তো ততটা উন্নত হয়নি। কিন্তু আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমরা প্রাণপন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের আশাহত করবো না।

    খুলনা জেলা জেলার শ্রোতা তাপষ দত্ত তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনু্ষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনাদের অনুষ্ঠানগুলো সত্যিই আমার খুবই প্রিয়। সত্যিই অনুষ্ঠানগুলো আমার হৃদয় ছুয়ে যায়। যদি কোন এক দিন আপনাদের অনুষ্ঠান না শুনি তাহলে মন ভাল লাগে না। আপনাদের প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে আমি চীন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। আশা করি সি আর আইএর বাংলা অনুষ্ঠানে আমাদের শ্রোতাদের জন্য আরও বেশী তথ্য প্রকাশিত হবে। তাপষ ভাই ধন্যবাদ। আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা । এত মন দিয়ে আমাদের অনুষ্ঠান শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আগের চাইতে সত্যিই অনেক উন্নত হয়েছে। তবে অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে আমাদের অনেক কিছু করার আছে। অবশ্যই আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবো। আশা করি আপনি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে যদি কোন পরামর্শ থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন। চীন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের প্রত্যেক বুধবারের মুখোমুখি অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নের উত্তর দেয়া হবে।

    সাতক্ষীরা জেলার শ্রোতা পরিমল কুমার বাছাড় তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। সি আর আই আমার জীবনে দু;খের মাঝে, সুখের সাখী বন্ধু হয়ে প্রবেশ করেছে। সেই ইতিহাস আমার জীবনে এক স্মরণীয় ঘটনা যা আমার মনের পাতায় লিপিবদ্ধ রয়েছে। সে কথা কোন দিন ভুলবার মত নয়। এ জীবন থাকতে আমি কোন দিন ভুলতে পারবোনা। তখন আমার ছাত্র জীবন, দশম শ্রেণীতে পড়ি। ১৯৮৭ সাল ১৩ই নভেম্বর, রোজ শুক্রবার ছুটির দিন। বাবা কঠিন অসুখে ভুগছে অনেক দিন থেকে । আমি বাবার পাশে বসে আছি। তখন বেলা ১টা ৫ মিনিট বাজে। ঠিক সেই সময় ঘাতক ব্যাধিতে বাবা, আমারি কোলে মাথা রেখে শেষ নি:শ্বাস ত্যাগ করলেন। বাবার এই অসাভাবিক করুন মৃত্যুর দৃশ্য দেখে এক পযার্য়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমি স্বাভবিক হলাম, দেখলাম বাবার করুন মৃত্যুতে মা একটুও ভেঙ্গে পড়েনি। মা যে কি করে এত পাষান হল আমি জানিনা। ততক্ষনে বাবার দেহ সত্কাজ করার সব ব্যবস্থা সম্পূর্ণ হয়ে গেছে। বাবার এই করুন মৃত্যুর শোক আমাকে পাগল করে তোলে, সব কেমন এলো মেলো হয়ে গেছে। কোন কিছুই আমার কাছে ভালো লাগে না খাওয়া দাওয়া পড়াশুনা সবিই ত্যাগ করে দিয়েছি। এই কঠিন জীবন ধারা এক সপ্তাহ কেটে যায়। সব সময় মানসিক চিন্তা মাথার ভিতর ঘুর পাক যায়, নিজেই জানিনা। মা কি ভেবে আমার পাশে এসে বসলেন, আমার গায়ে মাথায় হাত বুলায়ে খোকা যে চলে যায় সে আর কখনো এ পৃথিবীতে ফিরে আসেনা। এই নিয়ে ঘরে বসে চিন্তা ভাবনা করলে চলবেনা। আমার অনেক স্বপ্ন আশা লেখাপড়া শিখে তুমি পাঁচ জনের মধ্যে একজন হবে। এমন সময় এসেছে আধুনিক বিশ্বকে জানবে, মানুষের সেবা তথা সমাজ ও দেশের উন্নয়নমূলক কাজ করবে। এই নাও তোমার বাবার শখের রেডিও সেটটি আজ তোমার হাতে তুলে দিলাম। রেডিও অনুষ্ঠান শুনলে মন ভালো থাকবে। অনেক কিছু জানতে বুঝতে ও শিখতে পারবে।১৯৮৭ সাল ২০ শে নভেম্বর রাত ৯টা বাজে, হালকা মিষ্টি ঠান্ডা আছে। রেডিও সেটটি অন করে নব ঘুরাতেই পেয়ে গেলাম দুর থেকে ইত্থার ভরঙ্গে ভেষে আসা রেডিও পেইচিং। একজন বিদেশী অধ আধ মিষ্টি মিষ্টি কন্ঠে বাংলা ভাষায় প্রচারিত সম্পূর্ণ অনুষ্ঠান শুনেই সত্যিই মনে প্রানে মুগ্ধ হলাম। সেই থেকে চীন আন্তর্জাতিক বেতার আমার জীবনে প্রথম পদার্পনে যাত্রা শুরু করে ছিলাম। আজও আমার হৃদয়ে একাকার হয়ে মিশে আছে, চীন আন্তর্জাতিক বেতার। সর্বক্ষন পাগল করে তোলে আমার মন, সে যে আমার কত আপন। ভালবাসি আমি। প্রিয় বন্ধু, আপনার মমর্স্পশী চিঠি পড়ে খুব মুগ্ধ হয়েছি। আপনার মতো এমন একজন শ্রোতা পাওয়া আমাদের সুভাগ্য। আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা । আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সম্পর্কে এবং সি আর আই সম্পর্কে যদি আপনার কোনপ্রশ্ন থাকে তাহলে আমাদের চিঠি লিখে জানাবেন।