৩০ জানুয়ারী চীনের জাতীয় যাদুঘর সম্প্রসারণের জন্য সাময়িকভাবে বন্ধ করা হয়েছে । এ যাদুঘর সম্প্রসারণের প্রকল্প ২০১০ সালে সম্পন্ন হবে । সম্প্রসারণের পর এ যাদুঘরের আয়তন ১.৯২ লাখ বর্গমিটার হবে এবং বিশ্বের বৃহত্তম যাদুঘরে পরিণত হবে ।
জানা গেছে , জাতীয় যাদুঘর সাময়িকভাবে বন্ধ করার পর যাদুঘরের ৬.২লাখটি তৈজসপত্র ও প্রায় দশ লাখ বইপত্র অন্যান্য জায়গায় সংরক্ষিত হবে । ২০০৮ সালে পেইচিং ওলিম্পিক গেম্স চলাকালে জাতীয় যাদুঘরের কিছু তৈজসপত্র রাজধানী যাদুঘরে প্রদর্শিত হবে ।
**দুটি বিশ্ব উত্তরাধিকার রক্ষার জন্য এ বছর আনহুই প্রদেশ ৫০ লাখ ইউয়ান বরাদ্দ করবে
বিশ্ব উত্তরাধিকারের অন্তর্ভূক্ত-- হুয়ান সান ও দক্ষিণ আনহুইয়ের প্রাচীন গ্রাম রক্ষার জন্য মধ্য চীনের আনহুই প্রদেশ ২০০৭ সালে ৫০ লাখ ইউয়ান বরাদ্দ করবে । বিশ্ব প্রাকৃতিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার হুয়ান সান ও বিশ্ব সাংস্কৃতিক উত্তরাধিকার--সিতি-হোনছুন প্রাচীন গ্রাম আন হুই প্রদেশের দুটি সবচেয়ে বিখ্যাত দর্শনীয় স্থান । বরাদ্দ অর্থ প্রধানতঃ হুয়ান সান দর্শনীয় অঞ্চলের প্রবেশদ্বারের পরিবেশ উন্নত , প্রাচীন গ্রাম সিতির পরিবেশ সংরক্ষণ ও প্রাচীন গ্রাম হোন ছুনের আশেপাশের পরিবেশ উন্নয়ন কাজে ব্যবহৃত হবে ।
২০০২ সালে আনহুই প্রাদেশে বিশ্ব উত্তরাধিকার পরিচালনা কমিটি প্রতিষ্ঠিত হয় । প্রদেশের দুটি বিশ্ব উত্তরাধিকার সংরক্ষণের জন্য প্রতি বছর প্রাদেশিক সরকার বিশেষ অর্থ বরাদ্দ করে থাকে ।
**সিংগাপুর ফ্যাশন উত্সব সাংহাইয়ে আয়োজিত হবে
এশিয়ার সবচেয়ে সুন্দর ফ্যাশন শো বলে পরিচিত সিংগাপুরের ফ্যাশন উত্সব আগামী মার্চ মাসে সাংহাইয়ে আয়োজিত হবে । সিংগাপুর পর্যটন ব্যুরো থেকে জানা গেছে , নিউইয়র্ক , প্যারিস ও মিলানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রথম শ্রেণীর ডিজাইনার , মডেল ও চলচ্চিত্র তারকারা দশদিন স্থায়ী এ ফ্যাশন উত্সবে অংশ নেবেন ।
সিংগাপুরের ফ্যাশন উত্সব অনুষ্ঠানের পর সিংগাপুরের খাদ্য উত্সব , সিংগাপুরের অলংকার প্রদর্শনী ও দামী হাত ঘড়ি প্রদর্শনী আয়োজিত হবে । এ সব কর্মসূচী সিংগাপুরের পর্যটন ব্যুরোর উদ্যোগে অনুষ্ঠিত হবে ।
১৯৯০ সাল থেকে সিংগাপুর চীনের পর্যটকদের পছন্দের দেশে পরিণত হয়েছে । গত ১৬ বছরে সিংগাপুরের সুন্দর প্রাকৃতিক দৃশ্য , সুবিধাজনক ভিসা ব্যবস্থা ও চীনা ভাষার পরিবেশ চীনের পর্যটকদের আকর্ষণ করেছে । গত বছর মোট দশ লক্ষ পর্যটক সিংগাপুর ভ্রমণ করেছেন ।
|