৫ ফেব্রুয়ারী চীনের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে , গত বছর চীনের হাইটেক পণ্যদ্রব্যের রপ্তানিমুল্য ২৮০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে । বৈদেশিক বাণিজ্যের রপ্তানীতে এর অনুপাত ২৯ শতাংশে দাঁড়িয়েছে ।
জানা গেছে , চীনের বিজ্ঞান ও প্রযুক্তিগত মানের উন্নতির সঙ্গে সঙ্গে চীনের উদ্ভাবন সৃষ্টি করার চেতনা অনবরতভাবে জোরদার হয়েছে । যার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রেচীনের হাইটেক শিল্পের প্রতিদ্বন্দ্বী ক্ষমতা জোরদার হয়েছে । রপ্তানী পণ্যদ্রব্যের কাঠামের মান উন্নত হয়েছে এবং হাইটেক ও নতুন পণ্যদ্রব্যের রপ্তানি সম্প্রসারিত হয়েছে ।
এখন চীনে ১৮টি রাষ্ট্রীয় পর্যায়ের বিজ্ঞান ও প্রযুক্তিগত রপ্তানী ঘাঁটি প্রতিষ্ঠিত রয়েছে । টেলিযোগাযোগ, জৈব ঔষধ , মহাশুন্য নভোখেয়াযান , নতুন উপাদান, আধুনিক কৃষি , উন্নত মানের রসায়ন শিল্প ,নতুন জ্বালানী সম্পদ সহ ৮টি শিল্প সারা দেশের ১৭টি প্রদেশে ছড়িঁয়ে রয়েছে ।
|