১৯৫৯ সালে গণতান্ত্রিক সংস্কার চালু হওয়ার আগে তিব্বত সম্পর্কিত সার্বিক পরিচিতি ভিত্তিক তিব্বতের অতীত নামে একটি প্রামাণ্য চলচ্চিত্র সম্প্রতি মুক্তি পেয়েছে । ১৯৬০ সাল আগে প্রস্তুত৯০০ মিনিট দীর্ঘ এই প্রামাণ্য চলচ্চিত্রে প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন মহলের বিশেষজ্ঞদের সাক্ষাত্কার নেয়ার মাধ্যমে ১৯৫৯ সালে গণতান্ত্রিক সংস্কার চালু হওয়ার আগে তিব্বতের রাজনীতি , অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে ।
চীনের তিব্বত বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন যে , ১৯৫৯ সালের আগে তিব্বত সামন্ততান্ত্রিক ভূমি দাস ব্যবস্থা সমাজের সময়পর্বে ছিল । এই সময়পর্বে তিব্বতী জনগণের ওপর ব্যাপকভাবে নির্যাতন করা হতো ।
বিশেষজ্ঞরা বলেছেন , গত কয়েক বছর ধরে কেউ কেউ আধা শতাব্দির আগেকার তিব্বতকে নিপীড়ন , শোষণ , দারিদ্র্য ও দুঃখ-দুর্দশামুক্ত তীর্থস্থল হিসেবে দেখানোর অপচেষ্টা চালিয়ে আসছে । প্রামাণ্য চলচ্চিত্রটিতে তাদের এই প্রতারণা ও প্রচারের উদ্ঘাটন করা হয়েছে ।
|