চীনের উপ-বাণিজ্য মন্ত্রী ওয়েই চিয়ান কুও ৫ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন , গত কয়েক বছর ধরে চীন ও আফ্রিকার আর্থ-বাণিজ্যিক সহযোগিতা দ্রুত প্রসারিত হয়েছে । গত বছর দ্বিপক্ষীয় বাণিজ্যিক মূল্য সাড়ে ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । দ্বিপক্ষীয়বাণিজ্যিক মূল্য একটানা ৫ বছর ধরে ৩০ শতাংশেরও বেশি বেড়েছে ।
ইন্টারনেটে সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন , গত বছর চীন আফ্রিকা থেকে ২৮.৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যদ্রব্য আমদানি করেছে । যা রফতানির চেয়ে ২.১ বিলিয়ন মার্কিন ডলার বেশি । চীনের পণ্যদ্রব্য শস্তা ও উত্কৃষ্ট বলে আফ্রিকার ক্রেতাদের কদর পেয়েছে । অন্য দিকে আফ্রিকার পণ্যদ্রব্য অনন্য বৈশিষ্ট্যসম্পন্ন বলে চীনের বাজারে খুব জনপ্রিয় হয়ে উঠেছে ।
তিনি আরো বলেছেন , গত বছরের শেষ নাগাদ আফ্রিকায় চীনের পুঁজি বিনিয়োগ ৬.৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে । যা কৃষি , টেলি-যোগাযোগ, জ্বালানী ও প্রক্রিয়াকরণসহ বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত ।
|