v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-05 18:04:51    
চীনে আভিযুক্ত করার ব্যবস্থা জোরদার করা হবে

cri
    চীনের আর্থ-সামাজিক উন্নয়নের সঙ্গে সঙ্গে কিছু সামাজিক দ্বন্দ্বও দিনদিন প্রকট হয়ে উঠেছে । সমাজের বিভিন্ন স্তরের স্বার্থ যাতে কার্যকরভাবে রক্ষা করা যায় এবং নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থের নিশ্চয়তাবিধান করা যায় তার জন্যে চীন সরকার বিভিন্নপদ্ধতির মাধ্যমে অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছে ।

    ২০০৭ সালের জানুয়ারীর একদিন দক্ষিণ পূর্বপেইচিং শহরে অবস্থিত চীনের সর্বোচ্চ গণ আদালোতের রিসেপশন কেন্দ্রে আদালতের কর্মচারী লিউ খুয়ান দক্ষিণ পূর্ব চীনের চেচিয়াং প্রদেশ থেকে আগত একজন ভিজিটর যিনি সর্বোচ্চগণ আদালতের আইনগত সাহায্য পাবার জন্যে এসেছেন তার সঙ্গে দেখা করছেন ।

    প্রাথমিক পর্যালোচনারফলাফল অনুযায়ী আপনার এই কেস আমরা তালিকাভূক্ত করেছি । এ সম্পর্কে আপনার কোনো অভিযোগ আছে ? না , আমার কোনো অভিযোগ নেই । কারণ সর্বোচ্চ গণ আদালতের উপর আমরা আশা রাখি । সর্বোচ্চ গণ আদালতের রায়কে আমি মানি । সর্বোচ্চ আদালত আমাদের সাধারণ মানুষের চূড়ান্ত আশা ।

    প্রত্যোক দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু লোক আইনগত সাহায্য পাবার জন্যে এই রিসেপশন কেন্দ্রে আসেন । লিউ খুয়ান জানান , তারা এক দিনে এক হাজারেরও বেশি ভিজিটরকে সাক্ষাতদিয়েছিলেন । এই কেন্দ্র জনসাধারণের কথা শোনার চীন সরকারের এক গুরুত্বপূর্ণ জায়গা । গণ আদালতের গণ চিঠিপত্র বিষয়ক বিভাগ এর এক গুরুত্বপূর্ণ অংশ । সর্বোচ্চ গণ আদালতের গণ চিঠিপত্র বিষয়ক বিভাগের প্রধান ইয়ু চেনআন বলেছেন , আদালতকে বিচারের নিয়মবিধি অনুযায়ী আইন অনুসারে অভিযুক্ত লোকের যুক্তিযুক্ত অনুরোধ রক্ষা করতে হবে । নিজের অনুরোধ ব্যক্ত করতে অভিযুক্ত লোককে পরিচালনা করতে হবে এবং আদালতের চিঠিপত্র বিষয়ক বিভাগের ভূমিকা পালন করতে হবে ।

    গত বছরের অক্টোবর মাসে চীনা কমিউনিস্ট পার্টির ১৬তম কমিটির ষষ্ঠ পূর্ণাংগ অধিবেশনে গৃহিত " সুষম সমাজতান্ত্রিক সমাজ গঠন করা র কতিপয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত" সুষম সমাজতান্ত্রিক সমাজ গঠন করা সম্পর্কে ধারাবাহিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছে । এই সিদ্ধান্তপ্রথমবার সঠিকভাবে জনগণের ভেতরের দ্বন্দ্ব মোকাবেলা করার চারটি ব্যবস্থার কথা উল্লেখ করেছে ।

    সুষম সমাজ এক দ্বন্দ্বহীন ও বিরোধহীন সমাজ নয় । বরং এটা দ্বন্দ্ব ও বিরোধ পূর্ণ সমাজ , তবে এই দ্বন্দ্ব ও বিরোধ সুষ্ঠুভাবে নিরসন করা যায় । সুষম সমাজতান্ত্রিক সমাজকে বিভিন্ন পক্ষের অধিকার ও স্বার্থ কার্যকর সমন্বিত হওয়ার এক সমাজ হতে হবে । এ জন্যে সাম্প্রতিক কয়েক বছরে চীনের বিভিন্নজায়গার স্থানীয়সরকার জনসাধারণের অভিযোগ করার ব্যবস্থা জোরদারে নানা প্রচেষ্টা চালিয়েছে ।

    উত্তর পূর্ব চীনের লিয়াওনিন প্রদেশের সংশ্লিষ্ট সরকারী বিভাগ ডাব্লিউ-ডাব্লিউ-ডাব্লিউ. এম এক্স ডাব্লিউ জেড . কাম নেট প্রতিষ্ঠা করেছে । গত ২ বছরে এই নেট ২ হাজারেরও বেশি চিঠি র প্রশ্নের উত্তর দিয়েছে । ৯৫ শতাংশ জনসাধারণ উত্তর সম্পর্কে সন্তুষ্ট হয়েছেন । প্রত্যেক দিন প্রায় ২০ লাখ লোক নেটটি ভিসিট করে থাকেন । চীনা গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিদ্যার বিশেষজ্ঞলিউ ছুনথিয়েন এই নেটের উচ্চ মূল্যায়ন করেছেন । নেটটি জনসাধারণের সঙ্গে যোগাযোগ করার এক সহজ পদ্ধতি । এর উদ্দেশ্য হল, জনসাধারণের মধ্যে যোগাযোগ করা যাতে সবাই পরস্পরের সঙ্গে সমঝোতা করতে পারে । যোগাযোগেরপথ সুগম হওয়া সামাজিক উন্নয়নের পক্ষে সহায়ক হবে ।

    চীনের সমাজে কিছু দরিদ্র মানুষ জীবনযাপন করছে । অন্যায়ের স্বীকার হলে তাদের মধ্যে অনেকের প্রতিকারেরকোনো উপায় থাকে না । এজন্যে ১৩ বছর আগে চীন সরকার আনুষ্ঠানিকভাবে আইনগত সাহায্য ব্যবস্থা নিয়েছে । আর্থিক দিক থেকে যাদের অবস্থা খারাপ তাদেরকে বিনাখরচে আইনগত সাহায্য দেয়া হবে । যাতে তাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করা যায় । এ পর্যন্ত চীনের বিভিন্ন স্তরের স্থানীয় সরকার ৩১৫০টি আইনগত সাহায্য সংস্থা প্রতিষ্ঠা করেছে । গত বছর মোট ৫.৪ লাখ লোক ৩৭ কোটি ইউয়ানের আর্থিক সাহায্য পেয়েছে ।