চীনের প্রেসিডেন্ট হু চিন থাও জাম্বিয়ায় রাষ্ট্রীয় সফর শেষ করেছেন। তিনি স্থানীয় সময় ৫ ফেব্রুয়ারী সকালে লুসাকায় ত্যাগ করেছেন। তাঁর আফ্রিকার আটটি দেশ সফর অব্যাহতভাবে চালানোর জন্য তিনি নামিবিয়ায় গিয়েছেন।
জাম্বিয়ার প্রেসিডেন্ট লেভি মওয়ানায়াসা বিমান বন্দরে হু চিন থাও'র জন্য বর্নাঢ্য বিদায় জানানো অনুষ্ঠানের আয়োজন করেন।