৫ ফেব্রুয়ারী চীনের জাতীয় কপিরাইট ব্যুরো সূত্রে জানা গেছে, চীন "বিশ্ব মেধাস্বত্ব সংরক্ষণ সংস্থার কপিরাইট চুক্তি" ও "বিশ্ব মেধাস্বত্ব সংরক্ষণ সংস্থার অভিনয় ও রেকর্ড পণ্য চুক্তি" অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছে।
জানা গেছে, এ দুটি চুক্তি ১৯৯৬ সালে গৃহীত হয়। দুটি চুক্তি নতুন প্রযুক্তির সঞ্চিত নতুন সমস্যার জন্য প্রণীত হয়। এর মাধ্যমে ঐতিহ্যিক মেধাস্বত্ব সংরক্ষণ ডিজিটাল ক্ষেত্রে সম্প্রসারিত হয়। বিশেষ করে ইন্টারনেট ক্ষেত্রে অপিরাইটের অধিকারী, অভিনেতা ও অভিনেত্রী, রেকর্ড পণ্যের উত্পাদনকারীর অধিকার রক্ষা করে। ২০০৬ সালের শেষ দিকে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি এই দুটি চুক্তিতে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়।
চীন সরকার মেধাস্বত্ব সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়। অনেক আগে সাহিত্য ও শিল্পকাজ সুরক্ষা সংক্রান্ত বার্নে কনভেনশন ও বিশ্ব কপিরাইট চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে এবং সার্বিকভাবে "কপিরাইট আইন" সংশোধন করেছে।
|