দক্ষিণ কোরিয়া সফররত কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের মার্কিন প্রতিনিধিদলের প্রধান , সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার হিল ৪ জানুয়ারী বলেছেন , চতুর্থ দফা ছ'পক্ষীয় বৈঠকের যৌথ বিবৃতি বাস্তবায়নের প্রথম পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার একমত হয়েছে ।
ছ'পক্ষীয় বৈঠকের দক্ষিণ কোরিয় প্রতিনিধিদলের প্রধান চুন ইয়ুং উ'র সঙ্গে বৈঠক শেষে হিল সাংবাদিকদের বলেছেন , উত্তর কোরিয়ার ওপর সংশ্লিষ্ট ব্যবস্থা নেয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতভেদ নেই ।
চুন ইয়ুং উ বৈঠক শেষে বলেছেন , পরবর্তী পর্যায়ের বৈঠকের কৌশল নিয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র চূড়ান্ত সমন্বয় করেছে । দু'পক্ষের ঐকমত্যে পৌঁছেছে ।
|