ইরানের ভাইসপ্রেসিডেন্ট এবং আণবিক শক্তি সংস্থার চেয়ারম্যান গোলামরেজা আগহাজাদেহ ৪ ফেব্রুয়ারী বলেছেন, ইরানের আমন্ত্রণে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিরা তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে। যাতে ইরানের পারমাণবিক পরিকল্পনার স্বচ্ছতা প্রমাণ করা যায়।
তিনি এদিন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাতজন এবং ৭৭ জাতি গোষ্ঠীর প্রতিনিধিগণের সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইরান পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের তাদের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করা নিষিদ্ধ করবে না।
আগহাজাদেহ বলেছেন, ইরান অব্যাহতভাবে " পারমাণবিক অস্ত্রের বিস্তাররোধ চুক্তির" কাঠামোয় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা করবে। একই সঙ্গে, ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭৩৭ নম্বর প্রস্তাব মেনে না চলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা অব্যাহত রাখবে।
|