৪ ফেব্রুয়ারী আফ্রিকায় চীনের প্রথম আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এলাকা--জাম্বিয়া-চীন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এলাকা জাম্বিয়ার রাজধানী লুসাকায় প্রতিষ্ঠিত হয়েছে । জাম্বিয়া সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এবং জাম্বিয়ার প্রেসিডেন্ট লেভি মওয়ানাওয়াসা সম্মিলিতভাবে এর উদ্বোধন করেন ।
হু চিন থাও বলেছেন, জাম্বিয়া-চীন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এলাকার প্রতিষ্ঠা হচ্ছে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের বিরাট সাফল্য । এ অঞ্চলের প্রতিষ্ঠা হচ্ছে চীন ও জাম্বিয়ার মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং চীন-আফ্রিকার আর্থ-বাণিজ্যিক সহযোগিতার নতুন ক্ষেত্রের উন্নয়নের একটি বিজয় চিহ্ন ।
তিনি আরো বলেছেন, দীর্ঘকাল ধরে চীন আন্তরিকতা, বন্ধুত্বপূর্ণ, সম্মান ও পারস্পরিক উপকারিতামূলক ঐকবদ্ধ সহযোগিতা এবং সম্মিলিত উন্নয়নের ভিত্তিতে সক্রিয়ভাবে আফ্রিকার দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা চালিয়ে চীন ও আফ্রিকার জনগণের জন্য বাস্তব স্বার্থ বাস্তবায়নের দূয়ার খুলে দিয়েছে ।
গত বছর নভেম্বরে অনুষ্ঠিত চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে জাম্বিয়া-চীন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এলাকা গঠনের সিদ্ধান্ত হয় । তখন চীনের প্রেসিডেন্ট হু চিন থাও চীন সরকারের পক্ষ থেকে ঘোষণা করেছেন যে, আগামী তিন বছরের মধ্যে চীন আফ্রিকায় ৩ থেকে ৫টি পর্যন্ত বৈদেশিক আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এলাকা স্থাপন করবে । জাম্বিয়া-চীন এলাকা হচ্ছে এর মধ্যে প্রথম ।২০১০ সালের শেষ নাগাদ এই অঞ্চল স্থাপনের কাজ শেষ হওয়ার পর, ৮০ কোটি মার্কিন ডলার পুঁজি বিনিয়োগ করে চীন ও বিদেশের ৬০টি শিল্পপ্রতিষ্ঠানে কমপক্ষে ৬০০০ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে ।
আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এলাকার প্রতিষ্ঠা এবং চীন ও আফ্রিকার মৈত্রী সম্পর্কে হু চিন থাও বলেছেন, এবার আমার আফ্রিকা সফরের উদ্দেশ্য হল চীন ও আফ্রিকার ঐতিহ্যিক মৈত্রীকে সুসংবদ্ধ করা, চীন -আফ্রিকার সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের সাফল্য বাস্তবায়ন করা, সহযোগিতা সম্প্রসারণ করা এবং সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করা ।
জাম্বিয়া প্রসঙ্গে তিনি বলেছেন,জাম্বিয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ দেশ এবং দক্ষিণ আফ্রিকায় চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত প্রথম দেশ । বর্তমানে জাম্বিয়ার অর্থনীতি সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে এবং পুঁজি বিনিয়োগের পরিবেশ আরো ভালো হচ্ছে । চীন সরকার শক্তিশালী চীনা শিল্প প্রতিষ্ঠানের জাম্বিয়ার অর্থনীতি ও সমাজের উন্নয়নের জন্য পুঁজি বিনিয়োগ করার ক্ষেত্রে উত্সাহ এবং সমর্থন যোগাবে ।
জাম্বিয়ার প্রেসিডেন্ট লেভি মওয়ানাওয়াসা এ অঞ্চলের প্রতিষ্ঠার ওপর মূল্যায়ন করেছেন । তিনি বলেছেন , জাম্বিয়া-চীন আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এলাকার প্রতিষ্ঠা গত বছর প্রেসিডেন্ট হু চিনথাও-এর চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনে দেয়া প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে । জাম্বিয়ার জনগণ এ অঞ্চল প্রতিষ্ঠার জন্য অনেক সুবিধা পাবে, বিশেষ করে কর্মসংস্থান, প্রযুক্তি ও ব্যক্তির উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে । সহযোগিতা এলাকা প্রতিষ্ঠা এ অঞ্চলের জনগণের জীবনযাত্রাকে উন্নত করবে এবং জাম্বিয়ার অর্থনীতিতে পরিবর্তন আনবে ।তিনি বলেছেন, আমরা আশা করি , আরো বেশি চীনা শিল্প প্রতিষ্ঠান জাম্বিয়ায় পুঁজি বিনিয়োগ করবে এবং শাখা কোম্পানি প্রতিষ্ঠা করবে । আমরা আরো বেশি জ্ঞানলাভের পাশাপাশি প্রযুক্তি ও প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন সক্ষম হবো । এবং আমাদের শিল্প প্রতিষ্ঠানের জন্য আরো উন্নয়নের জন্য চীন সুযোগ এনে দেবে ।
|