আফগানিস্তানে মোতায়েন ন্যাটোর আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ৪ ফেব্রুয়ারী এক অনুষ্ঠানে মার্কিন কম্যান্ডার দান ম্যাকনেইল আনুষ্ঠানিকভাবে বৃটেনের কম্যান্ডার ডেভিদ রিছার্দের পরিবর্তে এ বাহিনীর সর্বোচ্চ পরিচালক হবেন ।
অনুষ্ঠানে ম্যাকনেইল বলেছেন, তিনি ন্যাটো বাহিনীর নেতৃত্ব দিয়ে তালিবানসহ বিভিন্ন সশস্ত্র যোদ্ধাদের মোকাবেলা করবেন ।
অন্য খবর থেকে জানা গেছে, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী ৪ ফেব্রুয়ারী দক্ষিণ আফগানিস্তানে তালিবানের একজন গুরুত্বপূর্ণ পরিচালককে হত্যা করেছে ।
আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী প্রত্যেক ৯ মাসে একবার পরিচালনা ক্ষমতা পরিবর্তন করে । বর্তমান এ বাহিনীর ৩৩ হাজার এবং মার্কিন বাহিনীর ১০ হাজার সৈন্য আফগানিস্তানে আল কায়েদা এবং তালিবানসহ বিভিন্ন সংস্থার নির্মূল অভিযান চালাচ্ছে ।
|