৪ ফেব্রুয়ারী ভারত সাফল্যের সঙ্গে "ব্রাহ্মস" সুপাসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ভারতের পি টি আই বার্তা সংস্থার খবরে জানা গেছে, ৪ ফেব্রুয়ারী দুপুর ১২টা ১৫ মিনিটে ভারতীয় বাহিনী পূর্বাংশের ওড়িষ্যা রাজ্যের চান্দিপুরের সার্বিক পরীক্ষা মাঠ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ভারতীয় বাহিনী বলেছে, ক্ষেপণাস্ত্রটি সাফল্যের সঙ্গে উত্ক্ষেপিত হয়েছে। উপাত্ত বিশ্লেষণের পর সুনির্দিষ্ট অবস্থার পর্যালোচনা হবে।
ভারত ও রাশিয়া মিলিতভাবে "ব্রাহ্মস" ক্রুজ ক্ষেপণাস্ত্র গবেষণা করে উত্পাদন করেছে। ২০০১ সালের জুন মাসে প্রথমবার নিক্ষেপ করার পর সাফল্যের সঙ্গে দশ বারো বার নিক্ষেপ পরীক্ষা করা হয়েছে।
|