পেইচিং ইউথ পত্রিকার এক খবরে জানা গেছে, এ পর্যন্ত পেইচিং অলিম্পিক গেমস এবং প্রতিবন্ধি অলিম্পিক গেমসের স্বেচ্ছাকর্মী হওয়ার আবেদনকারীর সংখ্যা ৩.২ লাখেরও বেশি হয়েছে ।
অলিম্পিক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাকর্মীর চাহিদা ৭০ হাজার এবং প্রতিবন্ধি অলিম্পিক গেমসের চাহিদা ৩০ হাজার । অলিম্পক গেমস চলাকালে আরো ৪ লাখেরও বেশি স্বেচ্ছাকর্মীর অলিম্পিক স্টেডিয়ামের কাছাকাছি অঞ্চলে শহরের পরিবহন, পর্যটন ও ব্যবসার জন্য পরিসেবা দেয়া দরকার ।
এ পর্যন্ত পেইচিং অলিম্পিক কমিটি পেইচিং এবং অন্যান্য প্রদেশে স্বেচ্ছাকর্মীর সংগ্রহ কাজ শুরু করেছে । হংকং, ম্যাকাও, তাইওয়ান এবং বিদেশে স্বেচ্ছাকর্মীর সংগ্রহ কাজ চলতি বছরের মার্চ মাসে শুরু হবে । শহরের স্বেচ্ছাকর্মীর সংগ্রহ কাজ জুন মাসে শুরু হবে ।
|