৩ ফেব্রুয়ারী ইরাকের রাজধানী বাগদাদের একটি বাজারে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২০জন নিহত ও ২০০জন আহত হয়েছে ।
এদিন সন্ধ্যায় বাগদাদের কেন্দ্রীয় এলাকার সাদ্রিয়াহ্ বাজারে এই গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে । প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে, বিস্ফোরণকালে বাজারে অনেক লোক ছিলেন ।
মার্কিন হোয়াইট হাউস ৩ ফেব্রুয়ারী এক বিবৃতিতে বাগদাদের গাড়ি বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে যে , এ ঘটনা ইরাকের নিরীহ লোকদের ওপর হিংসাত্মক হামলা ।
মার্কিন প্রেসিডেন্ট জজ ডাব্লিউ বুশ ১০ জানুয়ারী ঘোষণা করেছেন যে , ইরাকে আরো বেশি মার্কিন সৈন্য পাঠাবেন, যাতে বাগদাদসহ বিভিন্ন এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করা যায় । কিন্তু সম্প্রতি বাগদাদের হিংসাত্মক তত্পরতা অব্যাহতভাবে বেড়েছে । এতে অনেক নিরীহ লোক হতাহত হয়েছে ।
|