চীনে নিযুক্ত জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি সংস্থার প্রতিনিধি কার্যালয় , নিখিল চীন উকিল সমিতি এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ৩ ফেব্রুয়ারী পেইচিংয়ে চীনা কৃষক শ্রমিকদের জন্য বিনা খরচে আইনগত সাহায্যদান প্রকল্প শুরু হয়েছে।
এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে চীনে একটি উকিল নেট প্রতিষ্ঠা করে পেশাগত উকিলদের মাধ্যমে কৃষক শ্রমিকদের জন্য বিনা খরচে আইনগত সাহায্য করা। চীনের ১৫টি প্রদেশে কৃষক শ্রমিক আইনগত সাহায্য কেন্দ্র প্রতিষ্ঠিত হবে এবং এ প্রকল্পের সংশ্লিষ্ট উকিলগণকে পেশাগত প্রশিক্ষণ দেয়া হবে , যাতে অধিকার সুরক্ষার জন্য কৃষক শ্রমিকদের প্রয়োজনীয় পেশাগত জ্ঞান ও সামর্থ্য উন্নত করা যায়।
জানা গেছে, বেলজিয়াম সরকার এ প্রকল্পের জন্য ৫ লাখ মার্কিন ডলার দিয়েছে।
|