৩ ফেব্রুয়ারী পশ্চীম চীনের সিছাং উপগ্রহ উত্ক্ষপণ কেন্দ্রে লং মার্চ-এক নামে বাহক রকেটে করে সন্ধ্যা তারা নামক উপগ্রহ সাফল্যের সঙ্গে উত্ক্ষেপণ করা হয়েছে ।
পশ্চিম চীনের সিআন্ উপগ্রহ জরীপ ও নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো তথ্য অনুযায়ী , উপগ্রহটি পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে ।
চীনের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেছেন , চীন এই চতুর্থ বারের মতো সন্ধ্যা তারা নামক উপগ্রহ উত্ক্ষেপণ করলো । এর আগে তিনটি সন্ধ্যা তারা নামক উপগ্রহ যথাক্রমে ২০০০ ও ২০০৩ সালে উত্ক্ষেপণ করা হয়েছিল । সন্ধ্যা তারা নামক উপগ্রহ ব্যবস্থা এখন স্থিতিশীল ও সুষ্ঠু অবস্থায় চলছে । এই ব্যবস্থা মানচিত্র তৈরী বিষয়ক জরীপ ও পরিমাপ , টেলি-যোগাযোগ , জলসেচ , যোগাযোগ , মত্স চাষ , খনিজ সম্পদ অনুসন্ধান , বনাঞ্চলে আগুণ নিভানো ও রাষ্ট্রীয় নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।
এবার সন্ধ্যা তারা উপগ্রহের উত্ক্ষেপণে এই উপগ্রহ ব্যবস্থার ফলপ্রসূতা আরো উন্নত হবে।
|