চীনের শুল্ক সদর দপ্তরের একজন কর্মকর্তা ২ ফেব্রুয়ারী পেইচিংয়ে বলেছেন, ২০০৬ সালে চীনের শুল্ক বিভাগ মোট ৭২৩৯টি চোরাচালান মামলা তদন্ত করেছে। এ সব চোরাচালানের মোট মূল্য ১৩.৭ বিলিয়ন ইউয়েন রেনমিনপি। এই তদন্ত ফলপ্রসূভাবে চোরাচালান অপরাধের ওপর আঘাত হেনেছে।
জানা গেছে, ২০০৬ সাল চীনের শুল্ক বিভাগ ৩৩৫টি মাদকদ্রব্যের চোরাচালান মামলা তদন্ত করেছে। ৭৮৭ কিলোগ্রাম বিভিন্ন ধরনের মাদকদ্রব্য হস্তগত করেছে।
|