v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-02 19:42:21    
গত বছর সিছুয়ান প্রদেশের গ্রামাঞ্চলে মোট ১২ হাজার কিলোমিটার সড়ক পথ নির্মিত হয়েছে

cri
    সিছুয়ান প্রদেশের পরিবহণ দপ্তর সূত্রে জানা গেছে, ২০০৬ সালে সিছুয়ান প্রদেশ গ্রামাঞ্চলের সড়ক পথ নির্মাণ কাজে পুঁজি বিনিয়োগ বাড়িয়েছে। সারা বছরে মোট ১২ হাজার কিলোমিটার গ্রামাঞ্চলের সড়ক পথ নির্মিত হয়েছে।

    সিছুয়ান প্রদেশের পরিকল্পনা অনুসারে "একাদশ পাঁচশালা পরিকল্পনাকালে" সিছুয়ান প্রদেশ গ্রামাঞ্চলের সড়ক পথ নির্মাণের জন্যে ৪০ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করবে। ফলে ২০১০ সালে ৯৮ শতাংশ গ্রামে সড়ক পথ নির্মাণ এবং ৫০ শতাংশ গ্রামে সিমেন্ট পথ বা পিচ ঢালা পথ নির্মাণ করা হবে।

    **শানসি প্রদেশে সড়ক পথ নির্মাণে এক তৃতীয়াংশরও বেশী গ্রামে পুঁজি বিনিয়োগ করা হয়েছে

    শানসি প্রদেশের পরিবহণ বিয়ষক কর্মসম্মেলন থেকে জানা গেছে, গত ৬ বছরের মধ্যে শানসি প্রদেশের গ্রামাঞ্চলের সড়ক পথ নির্মাণে মোট ২৯.৬ বিলিয়ন ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করা হয়েছে। সড়ক পথ নির্মাণের ক্ষেত্রে তা সারা প্রদেশের পুঁজি বিনিয়োগের তিন ভাগের এক ভাগ।

    **২০১০ সালের মধ্যে চীনের ১৬ কোটি গ্রামবাসী ঝুঁকিপূর্ণ পানীয় জল থেকে মুক্তি পাবেন

    জলসেচ মন্ত্রণালয়ের মন্ত্রী ওয়াং শুছেং নিখিল চীন দপ্তরের পরিচালকের সম্মেলনে বলেছেন, "একাদশ পাঁচশালা পরিকল্পনাকালে" চীন প্রতি বছর ৬৪০ কোটি ইউয়ান রেনমিনপি বরাদ্দ করবে। যাতে ৩ কোটি গ্রামবাসীর পানীয় জলের সমস্যার সমাধান করা হবে। ২০১০ সালে দেশের ১৬ কোটি গ্রামবাসী ঝুঁকিপূর্ণ পানীয় জল থেকে মুক্তি পাবেন।

    **হোনান প্রদেশের গ্রাম থেকে আসা ৬ লাখ শ্রমিক ট্রেড ইউনিয়নের সদস্য হয়েছেন

    হোনান প্রদেশের সাধারণ ট্রেড ইউনিয়ন সূত্রে জানা গেছে, গত বছর প্রদেশের ট্রেড ইউনিয়নের তৃণ মূল পর্যায়ের সংস্থার সংখ্যা আরো ৮০৮৪টি বৃদ্ধি হয়েছে। ৮ লাখ ৭৭ হাজার এক শ লোক ট্রেড ইউনিয়নে যোগ দিয়েছেন। তাদের মধ্যে ৬ লাখ ৩৯ হাজার তিন শ জন হচ্ছেন গ্রাম থেকে আসা শ্রমিক।

    হোনান প্রদেশের সাধারণ ট্রেড ইউনিয়নের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি ব্যাখ্যা করে বলেছেন, এই বছর হোনান প্রদেশের বিভিন্ন পর্যায়ের ট্রেড ইউনিয়ন গ্রাম থেকে আসা শ্রমিকসহ ব্যাপক শ্রমিক এবং কর্মচারীকে ট্রেড ইউনিয়নে গ্রহণ করবে। যাতে কার্যকরভাবে তাদের কাজ করার আগ্রহ পালন এবং তাদের বৈধ স্বার্থ সুরক্ষা করা যায়।