v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-02 17:01:21    
চীনের মাল পরিবহণ এজেন্ট সার্ভিসের ভবিষ্যত উজ্জ্বল

cri
    চীনসহ বিভিন্ন দেশের মাল সরবরাহ ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সম্প্রতি চীনের সি আর আইয়ের সংবাদদাতাদের দেয়া একটি সাক্ষাত্কারে বলেছেন , চীনের অর্থনীতির প্রবৃদ্ধি ও বৈদেশিক বাণিজ্যের দ্রুত প্রসার চীনের মাল সরবরাহ ও পরিবহন এজেন্ট সার্ভিসের ভবিষ্যত উজ্জ্বল করে তুলবে । বিদেশের মাল পরিবহন এজেন্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চীনের সহযোগিতা আরো বাড়ানো হবে ।

    মাল সরবরাহ ও পরিবহণ এজেন্ট সার্ভিস হলো মালের মালিকদের জন্য মাল পরিবহন , সংরক্ষণ ও মালগুলো মালিকের হাতে পৌছে দেয়ার সার্ভিস । এ সার্ভিসের কল্যাণে মাল পরিবহনের সময় সংক্ষিপ্ত হবে এবং ব্যয়ও কম হবে ।

    চীনের আন্তর্জাতিক মাল পরিবহন এজেন্ট সমিতির প্রধান লো খাই ফু বলেছেন , চীনের অর্থনীতির দ্রুত প্রসার গোটা সমাজের পণ্য , তথ্য ও পরিসেবার বিনিময় দ্রুত করে তুলেছে । এটা মাল পরিবহন এজেন্ট সার্ভিসের প্রসারের বড় বাজার যুগিয়েছে । ফলে মাল পরিবহন এজেন্ট সার্ভিস কোম্পানির সংখ্যা দ্রুত বাড়ছে । তিনি আরো বলেছেন বর্তমানে চীনের মাল পরিবহন এজেন্ট সার্ভিস কোম্পানির সংখ্যা ২০ হাজারের কিছু বেশি । ২০০৫ সালে মাল সরবরাহ বাজার সার্বিকভাবে উন্মুক্ত হওয়ার পর চীনের মাঝারী ও ছোট আকারের মাল পরিবহণ এজেন্ট কোম্পানির সংখ্যা দ্রুত বাড়ছে ।

    এর পাশাপাশি চীনের আমদানি ও রপ্তানি বাণিজ্য পর পর ছয় বছর বার্ষিক বৃদ্ধিহার ২০ শতাংশ ছাড়িয়েছে । চীন এখন বিশ্বের একটি বৃহত্ বাণিজ্যিক দেশে পরিণত হয়েছে । বিভিন্ন দেশের মধ্যে রপ্তানি ও আমদানির পরিমান দিন দিন বাড়ছে । কাজেই উচ্চ কার্যকারীতা সম্পন্ন আন্তর্জাতিক মাল পরিবহন এজেন্ট সার্ভিসের চাহিদা অনেক বেশী । চীন এখন বিশ্বের অন্যতম মাল সরবরাহ ও প্রক্রিয়াকরণ কেন্দ্রে পরিণত হয়েছে ।

    ২০০৫ সালের পয়লা ডিসেম্বর চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় অংশ নেয়ার সময় দেয়া প্রতিশ্রুতি অনুসারে আন্তর্জাতিক মাল পরিবহন এজেন্ট সার্ভিস ক্ষেত্রে বিদেশী শিল্পপতিদের অর্থবিনিয়োগ সংক্রান্ত নীতি প্রকাশ করে । এ নীতি অনুসারে চীনে বিদেশী শিল্পপতিদের একক বিনিয়োগের মাল পরিবহন এজেন্ট সার্ভিস কোম্পানি চীনের এজেন্ট সার্ভিস কোম্পানির একই সুযোগসুবিধা পাবে । এই নীতি কার্যকরভাবে প্রমাণ করেছে যে চীনের মাল পরিবহন বাজারে সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে ।

    বিশ্ব কারগো এলাইন্স ফেমিলির প্রধান ডেভিড ইয়োকেম সাংবাদিকদের বলেছেন , চীনের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যের দ্রুত প্রসার হচ্ছে বলে বিদেশের মাল পরিবহন এজেন্ট সার্ভিস কোম্পানিগুলো চীনের বাজারের চাহিদা দেখেছে , তারা এ ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী । তিনি আরো বলেছেন , চীনের অর্থনীতির দ্রুত প্রসার মাল পরিবহনসহ নানা শিল্পের জন্য সুযোগ সৃষ্টি করেছে । বিদেশের মাল পরিবহণ এজেন্ট সার্ভিস কোম্পানিগুলো মনে করে , চীনে দ্রুতগতিতে নিজেদের শাখা কোম্পানি প্রতিষ্ঠা একান্ত প্রয়োজনীয় ।

    একই সময় চীনের মাল পরিবহন কোম্পানিগুলোও বিদেশের কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতার প্রচেষ্টা চালাচ্ছে । চীনের আন্তর্জাতিক মাল পরিবহন এজেন্ট সমিতির প্রধান লো খাই ফু বলেছেন , চীনে বিদেশের মাল পরিবহন এজেন্ট সার্ভিস কোম্পানিগুলোর নিজের শাখা কোম্পানি প্রতিষ্ঠা আমাদের জন্য চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে আসবে । আমরা বিদেশের উন্নত পরিচালনা পদ্ধতি শিখতে পারি । এ ছাড়া বিদেশের এজেন্ট সার্ভিস কোম্পানির প্রবেশে আমরা চাপ অনুভব করেছি। আমরা নিজের এজেন্ট সার্ভিস কোম্পানিকে আন্তর্জাতিক নিয়মের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার চেষ্টা করছি । তবে আমি মনে করি আমাদের সামনে চ্যালেঞ্জের চেয়ে সুযোগ এখন অনেক বেশি ।