v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-01 20:52:45    
চীনের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ২৫ শতাংশের কাছাকাছি

cri
    ভারতের পশ্চিম বাংলার বাপডহামান জেলার শ্রোতা আবু নাসের মোনিরুজামাল তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, বতর্মানে চীনের জন সংখ্যা কত? চীনে কত বেকার আছে? এখন প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। ২০০৫ সালের আদমশুমারি অনুযায়ী চীনের জনসংখ্যা ১৩০কোটি । চীনের জনসংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার ২৫ শতাংশের কাছাকাছি। চীন একটি জনবহুল দেশ।লোক সংখ্যা বেশী কিন্তু আবাদী জমি কম । লোকসংখ্যা চীনের উন্নয়নে বাধা সৃষ্টি করেছে। আশি দশকের পর চীনে পরিবার পরিকল্পনা নীতি প্রবর্তিত হয়। সুতরাং সংশ্লিষ্ট সুত্রে বলা হয়েছে যে , গত দুই দশকেরও বেশী সময়ের মধ্যে চীনে প্রায় ২০ কোটি লোকের কম জন্ম হয়েছে। বিশ্বের জন্যে এটাও চীনের একটি বিরাট অবদান বলে মনে করা হচ্ছে। এখানে বিশেষভাবে উল্লেক করতে হবে , ভবিষ্যতে চীনের লোকসংখ্যার বৈশিষ্ট্য হল এই যে, তার মূল সংখ্যা বিরাট হলেও কম বয়সীদের সংখ্যা বেশী। এটাও চীনের একটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়াবে। এখন দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি। আসলের আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া একটু কঠিন। কারন, এখন পযর্ন্ত এ সম্পর্কে কোন সরকারী উপাত্ত প্রকাশিত হয়নি। অবশ্যই চীনে বেকার আছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কর্মসংস্থানের ক্ষেত্রে চীন সরকার অনেক উদ্যোগ নিয়েছে। অনেক বেকার তাদের চাকরি করার সুযোগ পেয়েছে। কিন্তু চীনের কর্মসংস্থানের পরিস্থিতি কঠোর। ভবিষ্যতে সরকার এ ক্ষেত্রের দিকে আরও মনোযোগ দেবে।

    ভারতের পশ্চিম বাংলার মুরসিদাবাদ(murshibabad) জেলার শ্রোতা সিডহারিহা সাপকার (siddhariha sarkar)

    তাঁর চিঠিতে জানতে চেয়েছেন, চীন গণ প্রজাতন্ত্র কোন সালে প্রতিষ্ঠিত হয় এবং তা কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়? উত্তর দিচ্ছি। ১৯৪৯ সালের ১ অক্টোবর চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। চেয়ারম্যান মাও জে ডং চীন গণ প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা।

    বাংলাদেশের রংপুর জেলার শ্রোতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তাঁর চিঠিতে জিজ্ঞেস করেছেন, চীনের সবচেয়ে উন্নত নগরী কোনটি? তার আয়তন ও লোকসংখ্যা কত? উত্তরে বলছি, চীনের মূল ভুখন্ডে সাংহাই শহর চীনের সবচেয়ে উন্নত। সাংহাই চীনের শিল্প আর ব্যাংকিং কেন্দ্র। সাংহাই শহরের শিল্পের ভিত্তি খুব মজবুত। চীনের শিল্প ক্ষেত্রে সাংহাই শহরের স্থান খুবই গুরুত্বপূর্ণ। গত দশ-বারো বছরে সাংহাই শহরে বিরাট পরিবর্তন ঘটেছে। ২০০৫ সালের আদমশুমারী অনুযায়ী সাংহাই শহরের লোকসংখ্যা ১ কোটি ৭০ লাখ। তার আয়তন হল ৬৩৪০ বর্গ কিলোমিটার। সাংহাই শহর ছাড়া, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চলের হংকংও একটি আন্তর্জাতিক নগর । হংকং হল বিশ্বের বাণিজ্য ও ব্যাংকিং নগর। চীনের কোনে প্রত্যাবর্তনের পর হংকং নগরের উন্নতি উল্লেখযোগ্য। তা ছাড়া, চীনের রাজধানী পেইচিং ও দক্ষিণ চীনের সেনজেন নগরও চীনের উন্নত নগর।

    এতক্ষণ আপনারা আমাদের প্রত্যেক বুধবারের বিশেষ অনুষ্ঠান মুখোমু্খি শুনলেন। অনুষ্ঠান শেষ হবার আগে আপনাদের একটি প্রশ্ন। প্রশ্নটি হল, চীনের সবচেয়ে বড় হোটেলের নাম কি? আবার বলছি , চীনের সবচেয়ে বড় হোটেলের নাম কি? এই প্রশ্ন গত বারের মুখোমুখি অনুষ্ঠানে উত্তর দেওয়া হয়েছে। আশা করি আপনাদের চিঠিতে এর প্রশ্নের উত্তর দেবেন। আজকের মুখোমুখি অনুষ্ঠান আজকের মত এখানে শেষ হল। আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটি শোনার জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভাল থাকুন , সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবার কথা হবে।