
আপনারা পরিবার থেকে সুদূর বিদেশে আছেন। এখানে আপনাদেরকে অনেক অসুবিধা মোকাবেলা করতে হবে এবং পরিশ্রমও করতে হবে। আপনারা নিজেদের চমত্কর দক্ষতাও সেবা দিয়ে ক্যামেরুনী রোগীদের সুস্থতা ফিরিয়ে আনবেন। চীন আর ক্যামেরুনের মৈত্রীর জন্য আপনারা অনেক অবদান রেখেছেন। আপনাদের কাজও ক্যামেরুন সরকার এবং জনগণের আস্থা ও ভুয়সী প্রসংশা পেয়েছে। আপনারা মাতৃভূমির মুখ উজ্জ্বল করেছেন। চীন সরকার ও জনগণ আপনাদের ধন্যবাদ জানায়।
একই দিন প্রেসিডেন্ট হু চিন থাও ইয়াওন্দ জিমনেসিয়ামের নির্মান স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি চীনা শ্রমিকদের সঙ্গে কথাবার্তাও বলেছেন। 1 2 3
|