ক্যামেরুন সফররত চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ৩১ জানুয়ারী ইয়াওন্ডে বৈঠক করেছেন। দু'পক্ষ একমত হয়েছে যে, দু'দেশ যৌথভাবে চীন-ক্যামেরুন বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়ন ও চীন-আফ্রিকার নতুন কৌশলগত অংশীকারী সম্পর্ক আরো গভীর করার চেষ্টা করবে।
হু চিনথাও চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের পেইচিং শীর্ষ সম্মেলনের সাফল্য অনুযায়ী, চীন-ক্যামেরুন সম্পর্কিত কয়েকটি প্রস্তাব দিয়েছেন যে, পরষ্পরের রাজনৈতিক আস্থা এবং সহযোগিতা জোরদার, অভিন্ন স্বার্থের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার উন্নয়ন, সামজিক ও সংস্কৃতিক ক্ষেত্রের বিনিময়, বহুপক্ষীয় সমঝোতা জোরদার, সম্মিলিতভাবে স্থায়ী শান্তি ও সমৃদ্ধি অর্জন এবং সম্প্রীতিময় বিশ্ব প্রতিষ্ঠা করা।
চীন-আফ্রিকা সম্পর্কের বিষয়ে হু চিনথাও জোর দিয়ে বলেছেন, চীন কখনো স্বার্থ অর্জনের লক্ষে-অন্যের স্বার্থকে জলান্জলি। চীন পেইচিং শীর্ষ সম্মেলনের সাফল্যের ওপর বিশেষভাবে গুরুতর দেয়। চীন আফ্রিকান দেশগুলোর স্বকীয় উন্নয়নের সামর্থ্যকে ত্বরান্বিত করতে সাহায্য করবে এবং যথাশীঘ্র সম্ভব সারা আফ্রিকার জনগণের সাফল্য অর্জনের লক্ষে-কাজ করবে।
এদিন, ক্যামেরুনের কংগ্রেসের স্পীকার কাভায়ে ইয়েগজিয়ে জিবরিলও হু চিনথাও'র সঙ্গে সাক্ষাত্ করেছেন। তাঁরা দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেছেন।
|