চীনের জাতীয় ভূখন্ড সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী ইয়ুন সিয়াও সু সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত ভূগর্ভস্থ তাপসম্পদ উন্নয়ন সংক্রান্ত এক সম্মেলনে বলেছেন, চীন কার্যকর ও উদ্যমী মসোভাব নিয়ে ভূগর্ভস্থ তাপসম্পদের উন্নয়ন ত্বরান্বিত করবে।
জানা গেছে, চীনের ভূগর্ভস্থ তাপসম্পদ খুবই সমৃদ্ধ, মাটির নিচে ২ হাজার মিটারের মধ্যে সংরক্ষিত তাপসম্পদের শক্তি প্রায় ২৫০ বিলিয়ন টন কয়লার সমানন। কিন্তু বর্তমান চীনের তাপসম্পদের উন্নয়ন প্রধানত চিকিত্সা ও গোসলের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। তার জ্বালানি সম্পদের মধ্যে ব্যবহৃত হার মাত্র ০.৫ শতাংশ।
ইয়ুন সিয়াও সু বলেছেন, এই শক্তি সম্পদ আবিষ্কারের জন্য চীন সরকার সুবিধাজনক নীতি তৈরী করবে। সঙ্গে সঙ্গে ভূগর্ভের তাপসম্পদের গবেষণা আরো দ্রুত করবে।
|