v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-02-01 17:32:02    
চীন সুসামঞ্জস্য সমাজ গড়ে তোলার প্রচেষ্টা করছে

cri
    নতুন বছরের পরিকল্পনা প্রণয়নের জন্য জানুয়ারী মাসের শেষ দশ দিন থেকে রাজধানী পেইচিংসহ চীনের বিভিন্ন প্রদেশ পর্যায়ের প্রশাসনিক সংস্থা ও রাজনৈতিক পরামর্শ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । অনেক চীনা নাগরিকের মনে এ ধারনা ক্রমেই তীব্র হচ্ছে যে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে নাগরিকদের প্রত্যক্ষ সংলাপের সুযোগ আগের চেয়ে অনেত বেশি হচ্ছে । সিদ্ধান্ত নেয়ার সময় সরকার সাধারণ অধিবাসীর মতামতকে আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

    উত্তর চীনের বন্দর শহর থিয়েন চিন শহরের পৌরগণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনে মেয়র কংগ্রেসের কয়েক শ' প্রতিনিধির উদ্দেশ্যে নতুন বছরে থিয়েন চিন পৌর সরকারের কাজকর্ম ব্যাখ্যা করেছেন । থিয়েন চিন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি লিউ চিয়েন পিং মেয়রকে কর্মসংস্থান সম্পর্কিত নিজের মত প্রকাশ করেছেন । তিনি বলেছেন , রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উন্নয়নকে প্রাধান্য দিতে হবে এবং শ্রমিক ও কর্মচারীদের শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের প্রচেষ্টা চালাতে হবে । শিল্পপ্রতিষ্ঠানের পরিচালকদের শ্রমিকদের কর্মসংস্থান সমস্যা সমাধানে আরো বেশি দায়িত্ব পালন করা উচিত ।

    দক্ষিণ চীনের চেচিয়ান প্রদেশের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রতিনিধি, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সি চুন সাও চেচিয়ান প্রদেশের গর্ভনরের কাছে সরকারের কাজকর্ম সম্পর্কে তার মতামত প্রকাশ করেছেন । তিনি বলেছেন , চীন এখন সুসামঞ্জস্য সমাজ গড়ে তোলার চেষ্টা করছে । এ লক্ষ্য হাসিলের জন্য বিভিন্নস্তরের সরকারের কর্মকর্তাদের বুঝতে হবে যে সরকারের নেতৃত্বের কাজ করার পাশাপ পাশি তাদের জনসাধারণকেও পরিসেবা দিতে হবে ।

    সুসামঞ্জস্য সমাজ গড়ে তোলা চীনের ক্ষমতাসীন দল--চীনের কমিউনিষ্ট পার্টির পেশকরা সবচেয়ে নতুন শাসন তত্ব । গত বছরের অক্টোবর মাসে চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটি সুসামঞ্জস্য সমাজ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে । এতে গণতান্ত্রিক ব্যবস্থা আরো পরিপূর্ণ করা ও জনসাধারনের অধিকার ও স্বার্থকে নিশ্চিত করে সুসামঞ্জস্য সমাজ গড়ে তোলার প্রধান উদ্দেশ্য হিসেবে গণ্য করা হয় । জনসাধারণের রাষ্ট্রীয় ব্যাপার জানার অধিকার , এতে অংশ নেয়ার অধিকার , নিজের মত প্রকাশের অধিকার ও তত্ত্বাবধানের অধিকার নিশ্চিত করতে হবে ।

    জনসাধারণের অধিকারগুলো নিশ্চিত করার জন্য সরকারী সংস্থা , কলকারখানা ও গ্রামের পরিচালনা বিবরণ অধিবাসীদের জানাতে হবে । চান কুয়াং হুই হানচৌ একটি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক প্রতিনিধি । তিনি শিল্পপ্রতিষ্ঠানের একটি অধিবেশনে শ্রমিকদের অতিরিক্ত কাজের অযৌক্তিক পাওনার বিষয়ে শ্রমিকদের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করেছেন । শিল্পপ্রতিষ্ঠানের প্রধান নিয়ে চুন হাই তাকে অতিরিক্ত শ্রমের পাওনা নির্ধারণের নীতি ব্যাখ্যা করেছেন এবং শ্রমিকের সামর্থ্য ও অবদান অনুসারে পাওনা স্থির করার পদ্ধতিও ব্যাখ্যা করেছেন। চীনের অনেক শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন শিল্পপ্রতিষ্ঠানের নেতা ও শ্রমিক প্রতিনিধিদের পরামর্শের মাধ্যমে স্থির করার ব্যবস্থা নেয়া হয়েছে ।

    চীনের পল্লী অঞ্চলে গ্রামবাসীরা নিজের পদ্ধতিতে গ্রামের ছোট-বড় ব্যাপার স্থির করছেন । নতুন বছরের শুরুতে দক্ষিণ পশ্চিম চীনের সি ছুয়ান প্রদেশের ই লুন জেলার লান চিয়া পা গ্রামের গ্রামবাসী ভোটের মাধ্যমে গ্রামের উন্নয়ন কর্মসূচীকে বেছে নিয়েছেন । নতুন বছরে এ গ্রামের পাঁচটি উন্নয়ন কর্মসূচীকে গ্রামবাসীরা ডাল দিয়ে ভোট দিয়েছেন । ফলে সব্জি উত্পাদনে ১০৭টি ডাল পড়েছে । এতে প্রমাণিত হয়েছে , বেশির ভাগ গ্রামবাসী সব্জি উত্পাদন বাড়াতে আগ্রহী । গ্রামবাসীরা বলেছেন , গ্রামের উন্নয়নে আমরা এখন নিজের মত প্রকাশ করতে পেরেছি । ই লুন জেলার ৮ শ'টিরও বেশি গ্রামে এই গণতান্ত্রিক পদ্ধতি চালু হয়েছে । শহরাঞ্চলে সরকার কোনো সিদ্ধান্ত নেয়ার আগে শুনানী আয়োজন করে নাগরিকদের মতামত সংগ্রহ করে ।