চীনের জাতীয় সমুদ্র ব্যুরোর মহাপরিচালক সুন চি হুই ১ ফেব্রুয়ারী পেইচিংয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে বলেছেন , চীনের " সমুদ্র ২ নম্বর" উপগ্রহ গবেষণা ও নির্মাণের কাজ শুরু হয়েছে ।
এ উপগ্রহ সার্বিকভাবে সমুদ্র তলের বাতাস , তরংগ ও সাগরের প্রদক্ষিণরত স্রোত পর্যবেক্ষণ করতে পারবে । এটি হবে চীনের বেসামরিক উপগ্রহগুলোর একটি গুরুত্বপূর্ণ অংশ ।
জানা গেছে , " সমুদ্র ২ নম্বর" উপগ্রহ চীনের সমুদ্রের পরিবেশ ও সম্পদ পর্যবেক্ষণের সামর্থ্য বাড়াবে বলে আশা করা
|