ভারতে সফররত শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বোগোল্লাগামা ৩১ জানুয়ারী নয়াদিল্লীতে বলেছেন, শ্রীলংকা সরকার শান্তি প্রক্রিয়া সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাবে। শ্রীলংকা সরকার সংলাপের মাধ্যমে স্বদেশের জাতিগত সংঘর্ষ সমস্যার সমাধানে ইচ্ছুক।
ভারতের এশিয়া নিউজ এজেন্সি সূত্রে জানা গেছে, বোগোল্লাগামা এদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রনব মুখার্জির সঙ্গে বৈঠক করেছেন। এরপর অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে বোগোল্লাগামা বলেছেন, শ্রীলংকা সরকার স্বদেশের ব্যাপক রাজনৈতিক মতৈক্যের ওপর ভিত্তি করে ক্ষমতার বিন্যাস বিষয়ক পরিকল্পনা প্রণয়ন করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেছেন, শ্রীলংকা সরকার আশা করে, এল টি টি ই শান্তিপূর্ণ বৈঠকে আবার ফিরে আসতে পারে। পাশাপাশি বোগোল্লাগামা বলেছেন, শ্রীলংকা সরকার সন্ত্রাসকে সহ্য করবে না।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রনব মুখার্জি বলেছেন, সামরিক উপায়ে শ্রীলংকার অভ্যন্তরীণ জাতিগত সংঘর্ষের সমাধান করা যায়নি। তিনি আবার জোর দিয়ে বলেছেন, ভারত শ্রীলংকার ঐক্য ও ভূভাগীয় অখন্ডতাকে সমর্থন করে।
|