বিশ্ব শুল্ক সংস্থার মহাসচিব মিচেল ডানেট গত বুধবার জেনিভায় বলেছেন , পাইরেসি ও নকল পণ্যের ওপর আঘাত হানার ক্ষেত্রে চীন সরকার নিষ্ঠার সংগে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেয়ার সময় তার দেয়া প্রতিশ্রুতি পালন করেছে এবং সংশ্লিষ্ট চুক্তি অনুসারে নিয়মকানুন প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়ন করেছে ।
তৃতীয় বিশ্ব পাইরেসি ও নকল পণ্যের ওপর আঘাত করা সংক্রান্ত সম্মেলন চলাকালে এক সাংবাদিক সাক্ষাত্কারে ডানেট বলেছেন , চীন ইইউ , যুক্তরাষ্ট্র ও জাপানসহ বিভিন্ন দেশের সহযোগিতায় উদ্যোগের সংগে পাইরেসি ও নকল পণ্যের ওপর আঘাত হেনেছে ।
ডানেট আরো বলেছেন , ২০০৮ সালে অলিম্পিক গেমস পেইচিংয়ে অনুষ্ঠিত হবে । পাইরেসি ও নকল পণ্যের ওপর কঠোরভাবে আঘাত হানার লক্ষ্যে চীন সরকার নিশ্চয় আরো কার্যকর পদক্ষেপ নেবে ।
|