লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলেন জন্সন সির্লিফ ৩০ জানুয়ারী বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিনথাও লাইবেরিয়াকে ২০০৭ সালে তাঁর সফরের প্রথম গন্তব্যস্থল হিসেবে নির্ধারণ করেছেন বলে লাইবেরিয়া উদ্দীপনা অনুভব করে।
জন্সেন সির্লিফ বলেছেন, চীন হচ্ছে একটি অধিক থেকে অধিকতর গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। তিনি বলেছেন, লাইবেরিয়া এবং চীনের মৈত্রী লাইবেরিয়ার জন্যে খুব মূল্যবান। চীন দীর্ঘকাল ধরে আফ্রিকান দেশগুলোকে সাহায্য দিয়ে আসছে। লাইবেরিয়া এর সুফল ভোগ করছে।
সুদানের জ্বালানীসম্পদ ও খনি ধনসম্পদ বিষয়ক মন্ত্রী আওয়াদ আহমেদ আলগাজ ৩১ জানুয়ারী খারতুমে বলেছেন, হু চিনথাওয়ের এবারের সফর অবশ্যই সুদান ও চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রকে সামনে এগিয়ে নিয়ে যাবে। বর্তমানে জ্বালানীসম্পদ ক্ষেত্রে দু'দেশের সহযোগিতা দ্বিপক্ষীয় সহযোগিতার আদর্শে পরিণত হয়েছে। সুদান আশা করে, কৃষি ও বুনিয়াদী ব্যবস্থার নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের সাফল্যজনক অভিজ্ঞতা গ্রহণ করে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে পারবে। যাতে পারস্পরিক উপকারিতামূলক এবং উভয়ের কল্যাণ বাস্তবায়ন এবং দু'দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করা যায়।
|