চীনের নতুন কাঁচামাল শিল্প বিষয়ক বিশেষজ্ঞ ওয়াং চিয়ে ই ৩১ জানুয়ারি পেইচিংয়ের একটি সম্মেলনে বলেছেন, বর্তমান চীনের নতুন কাঁচামাল শিল্পের দ্রুত উন্নয়ন হচ্ছে। ২০১০ সাল পর্যন্ত নতুন কাঁচামাল শিল্পের বাজার প্রতি বছর ২০ শতাংশ হারে বৃদ্ধির গতিতে উন্নত হবে।
ওয়াং চি ই আরো বলেছেন, ২০০৬ সালে চীনের নতুন কাঁচামাল বিক্রির আয় প্রায় ৩৪.২ বিলিয়ন ইউয়ান। অনুমান করা যায়, ২০০৭ ও ২০০৮ সালে এই পরিমান ৪৫ ও ৫৬ বিলিয়ান ইউয়ানে দাঁড়াবে। নতুন কাঁচামালের মধ্যে রয়েছে, নতুন ন্যানোমিটার, নতুন থুলিয়াম, নতুন ব্যাটারি এবং বৈদ্যুতিক কাঁচামাল ইত্যাদি।
|